আজ সোমবার, ১০ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষক লাঞ্ছনায় সেলিম ওসমানের বিরুদ্ধে আবারো অভিযোগ গঠন পেছাল

শিক্ষক লাঞ্ছনায় সেলিম

শিক্ষক লাঞ্ছনায় সেলিমসংবাদচর্চা ডটকম:

নারায়ণগঞ্জে স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার মামলায় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল। নতুন করে আগামী ২২ জুন দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম জেসমিন আরা সুলতানা এ আদেশ দেন।

মামলায় সরকারপক্ষের কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল বলেন, সেলিম ওসমান আদালতে হাজির হতে না পারায় সময়ের আবেদন করেন আইনজীবীরা। সেই আবেদনের ওপর শুনানি শেষে বিচারক নতুন তারিখের দিন ধার্য করেন।

এর আগে এ মামলায় বিচার বিভাগীয় তদন্তে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩/৩৫৫/৫০০ ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে বলে গত বছরের ১৯ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেন। পরবর্তী সময়ে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে সেলিম ওসমান জামিন নেন।

২০১৬ সালের ১৩ মে নারায়ণগঞ্জে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ করে তাঁকে কান ধরে ওঠবস করতে বাধ্য করা হয়। এলাকাবাসীর সামনে সেলিম ওসমানের নির্দেশে তাঁকে কান ধরে ওঠবস করানো হয় বলে অভিযোগ ওঠে। সমবেত জনতার কাছে এই শিক্ষককে করজোড়ে মাফ চাইতেও বাধ্য করা হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ