নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহ আলমের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা’ দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্মসম্পাদক সাঈদ দেলোয়ার। সংগঠনটির বক্তাবলী শাখার সিনিয়র যুগ্মসম্পাদক সাঈদ দেলোয়াররের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে শাহ আলম সাংগঠনিক ভূমিকা পালন করে যাচ্ছেন।
তাঁর নেতৃত্বে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা তথা নারায়ণগঞ্জ-৪ সংসদীয় এলাকায় বিএনপি অতীতের যেকোন সময়ের তুলনায় শক্তিশালী, গতিশীল ও সুশৃঙ্খল। এজন্য বিনাভোটে নির্বাচিত জনসমর্থনহীন বর্তমান সরকার ও এর প্রশাসন নারায়ণগঞ্জে শাহ আলমের নেতৃত্বকে শূন্যের কঠোয় তুলে বিএনপিকে ধ্বংস করে দিতে চায়। এরই ধারবাহিকতায় সরকার ও তার অনুগত প্রশাসন গণমানুষের নেতা আলহাজ্ব মো. শাহ আলমের প্রতি ক্ষিপ্ত হয়ে তাঁকে হয়রানি করার লক্ষে ষড়যন্ত্র শুরু করেছে। বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বক্তাবলী ইউনিয়নের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হয়।