প্রেসবিজ্ঞপ্তি :
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাব। গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাব কার্যলয়ে এক শোক সভায় ১ মিনিট নিরবতা পালন ও শাহ আলমগীরের রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। এ সময় শোক সভায় বক্তারা মো. শাহ আলমগীরের বর্ণাঢ্য সাংবাদিক জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন। সে সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
শোক সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কাজী মো: ইসলাম মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ দীল মোহাম্মদ দীলু, সহ-সভাপতি মো: শহিদুল্লাহ শিশির, সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রিন্স, কোষাধ্যক্ষ এইচ এস সোহেল আহামেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মামুন হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য মো: আশরাফ রানা, মোক্তার হোসেন, মো: আলী হায়দার, হাজী মোতালেব ও ফরিদা ইয়াছমীন প্রমুখ।