আজ মঙ্গলবার, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শাহজাহানের সাথে আপোষ করবে না দীপু

স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ডাক দিয়েছেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। রূপগঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী কে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার সকালে গণমাধ্যমকে দেয়া এক বক্তব্যে এই তথ্য নিশ্চিত করেছেন দীপু ভূঁইয়া।

তিনি বলেন, বিএনপির সারা বাংলাদেশ জুড়েই নির্বাচন বয়কট করেছে। রূপগঞ্জ আলাদা কিছু নয়। আমরা সবাইকে বলছি এটি একটি ডামি নির্বাচন হচ্ছে। এই নির্বাচন থেকে যেন সবাই বের হয়ে আসে। কেউ যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোট না দেয়। বিএনপি যেহেতু এই ডাক দিচ্ছে তাই বিএনপি নেতা কর্মীরা থেকে বিরত থাকবে।

রূপগঞ্জের নির্বাচনে শাহজাহান ভুইয়াকে দিপু ভুইয়া সমর্থন দিচ্ছে এমন গুঞ্জনের জবাবে বলেন, ‘শাহজাহান ভূঁইয়া হচ্ছে আমাদের মুড়াপাড়া ইউনিয়নের একজন আওয়ামী লীগ নেতা। এই কারণে অনেকেই এই অপপ্রচার ছড়াচ্ছে। আমি দল করি বিএনপি’র, বিএনপি’র আদর্শে বিশ্বাসী। আর শাহজাহান ভূঁইয়া হচ্ছে আওয়ামী লীগের একজন প্রার্থী। তার সাথে এই ব্যাপারে কোন আপোষ করার প্রশ্নই উঠে না।’