আজ বৃহস্পতিবার, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শাহজালালে বিমানের জরুরি অবতরণ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান।

সোমবার সকালে উড্ডয়নের পরপরই পাখির সঙ্গে ধাক্কা লাগায় ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের বিমানটি একই বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, বিজি ১৪৩৩ ফ্লাইটটি সোমবার সকাল ৮টায় শাহজালাল বিমানবন্দর থেকে কক্সবাজারে উদ্দেশ্যে রওনা হয়।