আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শাস্তি কমল নেইমারের

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের  উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে  নিষেধাজ্ঞা কমেছে । তিন ম্যাচ থেকে কমিয়ে দুই ম্যাচে নামিয়ে আনা হয়েছে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে ক্রীড়া সালিশি আদালতে (সিএএস)।

জানা গেছে, গত মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ থেকে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বাদ পড়ার পর ম্যাচ অফিসিয়ালদের নিয়ে কটূক্তি করেছিলেন নেইমার। এর প্রেক্ষিতে উয়েফা তাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে নেইমারের শাস্তির বিরুদ্ধে আপিল করেছিল পিএসজি। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার খেলাধুলা বিষয়ক সালিশি আদালত তাদের রায় জানায়। রায়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে দুই ম্যাচ নির্ধারণ করা হয়।

আর এই রায়ের ফলে আগামী ২২ অক্টোবর ক্লাব ব্রুজের বিপক্ষে পিএসজির হয়ে খেলতে পারবেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

সর্বশেষ সংবাদ