সংবাদচর্চা রিপোর্ট:
একাদশ নির্বাচনের আরও বেশ কয়েক মাস সময় বাকি। এরমধ্যেই নারায়ণগঞ্জে শুরু হয়েছে নির্বাচনী তোড়জোড়। চলছে আলোচনা-সমালোচনা। বাতাসে ভেসে বেড়াচ্ছে নানা গুঞ্জন।
তবে এসব আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে ‘নৌকা’ ও ‘লাঙ্গল’। বেশি কিছুদিন আগের থেকেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা লাঙ্গলের বিরুদ্ধে অবস্থান নিয়ে দাবি করে আসছেন নারায়ণগঞ্জের ৫টি আসনেই নৌকা প্রতীকের প্রার্থীতা নিশ্চিত করণে।
এখানে লাঙ্গলের কোনো স্থান দিতে রাজি নন তাঁরা। এমন আলোচনা যখন তুঙ্গে, তখনই এরশাদের উপস্থিতিতে জাতীয় পার্টির সাংসদ সেলিম ওসমান বলেছিলেন দরকারে নারায়ণগঞ্জে ৫টি আসনেই লাঙ্গল প্রতীকের প্রার্থী দেয়া হবে। তাঁর এই বক্তব্যের পরই আলোচনায় যুক্ত হয়েছে নতুন মাত্রা।
প্রশ্ন ওঠেছে শামীম ওসমানের ভূমিকা নিয়ে। স্থানীয়রা বলছেন, নারায়ণগঞ্জের ৫টি আসনে যেহেতু লাঙ্গল প্রতীক দেয়ার কথা বলেছেন সেলিম ওসমান সেখানে তিনিও এই প্রতীক নিয়েই নির্বাচন করবেন। বিপরীতে নৌকা প্রতীকের প্রার্থীও থাকবে। এমন যদি পরিস্থিতি হয় তাহলে নারায়ণগঞ্জে নৌকার কান্ডারি হিসেবে পরিচিত বর্তমান সাংসদ শামীম ওসমান কোন পক্ষ অবলম্বন করবেন? তিনি কি তাঁর ভাইয়ের পক্ষ নিবেন নাকি নৌকা প্রতীকের পক্ষেই থাকবেন? এমন প্রশ্নের উত্তরে কেউ কেউ বলছেন ’৮৬ সালে শামীম ওসমানের যে ভূমিকা যেমন ছিলো এবারও সেই একই ভূমিকা থাকবে।
তিনি তাঁর ভাইয়ের পক্ষই নিবেন। এর আগেও তিনি তাঁর বড় ভাই প্রয়াত সাংসদ নাসিম ওসমানের পক্ষ নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী নাজমা রহমানের বিপক্ষে দাঁড়িয়েছিলেন। এবারও এর ব্যাতিক্রম হবে না বলেই অনেকে মনে করছেন। অপরদিকে এখানে নৌকা লাঙ্গলের মধ্যকার যে আওয়াজ ওঠেছে তা যদি সঠিক পন্থায় সুরাহ না হয় তবে আগামীতে নারায়ণগঞ্জে নৌকা ও লাঙ্গলই হবে একে অপরের মূল প্রতিপক্ষ।
এমন সম্ভাবনার কথাই বলছেন অনেকে। শেষ পর্যন্ত কি হয় আর কি হবে না সে হিসেব এখনই কষতে শুরু করেছে আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। তবে শেষ পর্যন্ত নারায়ণগঞ্জে যদি লাঙ্গল ও নৌকা পৃথক পৃথক প্রার্থী নির্বাচনী মাঠে নামে সেক্ষেত্রে শামীম ওসমানের ভূমিকা কি হবে তা জানতে চাওয়া হয়েছিলো কয়েক জনের কাছে। এনিয়ে কেউ এখনই তেমন ভাবে কিছু বলতে রাজি হয়নি।
তবে ক’জন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সেলিম ওসমান যদি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করেন আর তাঁর বিপরীতে যদি নৌকা প্রতীক থাকে তবে শামীম ওসমান তাঁর ভাই সেলিম ওসমানের পক্ষেই দাঁড়াবে অর্থাৎ নৌকার বিপরীতেই তাঁর অবস্থান হবে। অতীত তাই বলছে।