নিজস্ব প্রতিবেদক:
শামীম ওসমানের ঘোষনার পরও বিকালে রাস্তায় নেমেছে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ। তবে সড়ক অবরোধ না করে মানববন্ধন ও ট্রাফিক পুলিশের ভূমিকায় দেখা গেছে তাদের।
শুক্রবার (৩ আগষ্ট) বিকাল সাড়ে ৪টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা মানববন্ধন করে।
এর দেড় ঘন্টা আগে দুপুর ৩টায় নিরাপদ সড়ক, ঘাতক বাস চালকদের বিচার ও নৌমন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবিতে তৃতীয় দিন শিক্ষার্থীরা অবরোধ করতে আসলে শামীম ওসমান নিজেই রাস্তায় নেমে না দাঁড়ানোর অনুরোধ করেন। এসময় নিহত দুই শিক্ষার্থীর জন্য এক মিনিট নিরবতা পালনসহ শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষনাদেন এ সাংসদ।
তবে বিকালের দিকে শামীম ওসমান চলে যাওয়ার পর একটি বড় অংশ বাড়ি ফিরে গেলেও কিছু আন্দোলনরত শিক্ষার্থী শহীদ মিনারে অবস্থান নেন। পরে বিকাল সাড়ে ৪টায় নগরীর চাষাড়া মোড়ে যানজট নিরসনের জন্য রাস্তায় নামেন। এসময় তাদের পাশে পুলিশকেও কাজ করতে দেখা যায়।
এসময় আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, এখন কোন কর্মসূচি পালন করছি না। তবে যানজট নিরসনের জন্য ট্রাফিকের ভূমিকায় দায়িত্ব পালন করছি। আমরা চাই সড়কের সুন্দর পরিবেশ।
প্রসঙ্গত, গত রোববার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল র্যাডিসনের সামনে জাবালে নূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারান শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম সজীব। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। এরপর থেকেই সড়ক অবরোধ করে আন্দোলন করছিল শিক্ষার্থীরা।