বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে বাসায় ফেরার পথে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুন বাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায়ের দিনকে ঘিরে গত সপ্তাহে সারা দেশে ধরপাকড় চালায় পুলিশ। বিভিন্ন জেলা থেকে শত শত নেতা-কর্মীকে আটক করা হয়। রাজধানীতে গ্রেফতার হওয়া বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমান, আমিনুল হক, নাজিমুদ্দিন আলম, শিমুল বিশ্বাস, রাজীব আহসান ও নবী উল্লাহ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন। তবে কোন মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে এ বিষয়ে কোনো কিছু জানা যায়নি।