আজ বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শাবিতে শান্তিপ্রিয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কর্মীদের উপর ছাত্রলীগের হামলা,

শাবিতে শান্তিপ্রিয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের

শাবিতে শান্তিপ্রিয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কর্মীদের উপর ছাত্রলীগের হামলা,
শাবিতে শান্তিপ্রিয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নবকুমার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালনকালে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কর্মী জয়দ্বীপ দাসের মাথা ফাটিয়ে দিয়েছে  ছাত্রলীগ কর্মীরা ।এ হামলায় আহত হয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ , শাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক প্রসেনজিৎ রুদ্র, সাধারণ সম্পাদক নাজিরুল আজম বিশ্বাস, জয়দ্বীপ দাশ, রশিদ ইফাজ, এম কে মুনিম, তৌহিদুজ্জামান জুয়েল, আব্দুল্লাহ আল ক্বাফী, নাঈম আশরাফ আদিব।

এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রী কমিটি ও সরকারি তিতুমীর কলেজ শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র জয়দ্বীপ দাসের মাথার জখম গুরুতর বলে জানা গেছে।

বামপন্থী ছাত্রসংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের উপর হামলা করেছে  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান জিয়ার সহসম্পাদক সুব্রত পাল, সাদিকুর রহমানসহ বেশ কয়েক জনের নেতৃত্বে হামলা চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে সোমবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ব্যানার টানিয়ে অবস্থান নিয়েছিলেন ছাত্রজোটের কর্মীরা। সকাল ১১টার দিকে আন্দোলনকারীদের উপর হামলা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় আন্দোলনকারী ছাত্রীদেরকেও মারধর করা হয়। পরে ঘটনাস্থলে সহকারী প্রক্টর জাহিদ হাসান ও আবু হেনা পহিল উপস্থিত হলে তাদের সাথেও বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা।

নাজিরুল আজম বিশ্বাস  বলেন, আমাদের শান্তিপূর্ণ সমাবেশ শফিকুর রহমান জিয়ার নেতৃত্বে একদল ছাত্রলীগ নেতাকর্মী হামলা চালিয়েছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। আমরা এ হামলার বিচার চাই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমেদ জানান, ছাত্রলীগের একটি অংশ আন্দোলনকারীদের উপর হামলা করেছে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।