আজ মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শান্তিপূর্ণ পরিবেশে দাউদপুরে ভোট গ্রহণ

সংবাদচর্চা রিপোর্ট: দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের (২০২০) ভোট গ্রহণ শেষ হয়েছে। ২০ অক্টোবর সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোটারদের উপস্থিতি ভালো । প্রায় কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। সকালে বেলদী দারুল হাদিস ফাজিল মাদ্রাসায় ব্যাপক মহিলা ভোটার লক্ষ্য করা গেছে।

নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার লক্ষ্যে পুলিশের পাশাপাশি ৬ জন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের দায়িত্ব পালন করছে। যে ৬ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন তারা হলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ( সহকারী কমিশনার) নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন খাঁন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আগ্নেয়াস্ত্র শাখা, ট্রেজারী শাখা) মেহেদী হাসান ফারুক, সিদ্ধিরগঞ্জ সার্কেল সহকারী কমিশনার (ভূমি) রেজা মো: গোলাম মাসুম প্রধান, সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা রাজস্ব সার্কেল মো: আজিজুর রহমান, আড়াইহাজার সহকারী কমিশনার (ভূমি) মো: উজ্জল হোসেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার আফিফা খাঁন। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি জানান, দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হচ্ছে। সেই লক্ষ্যে প্রশাসন কাজ করে যাচ্ছে। ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি.এম মোশারফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুভাস চন্দ্র সাহা, সিনিয়র সহকারী পুলিশ সুপার ( সি- সাকেল ) মাহিন ফরাজি নির্বাচনের দায়িত্ব পালন করছেন।

সোমবার ( ১৯ অক্টোবর) রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন ভোট কেন্দ্রে ৯ টি মোবাইল টিম, ৪ টি স্ট্রাইকিং ফোর্স, র‌্যাব, বিজিবি , এপিবিএম দায়িত্ব পালন করবে । মাঠে থাকবে র‌্যাবের আলাদা ২ টি টিম।

প্রসঙ্গত এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রাথী নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার (নৌকা প্রতীক ) , চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শরিফ আহমেদ টুটুল ( আনারস প্রতীক )। মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৫শ ৫০জন।