রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, লুটপাট ও মা -মেয়েকে পিটিয়ে জখমের ঘটনা ঘটনায় মানববন্ধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার শান্তিনগর এলাকায় ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করে । মানববন্ধনে ভোক্তভোগী বাবুল হাওলাদার জানান, শান্তিনগর এলাকার মৃত শাহ আলমের ছেলে আব্দুর রহমানের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে গতকাল (মঙ্গলবার) রাতে আব্দুর রহমানের নেতৃত্বে শাহজাহান, মনির হোসেনসহ অজ্ঞাত ৫/৬ জন অস্ত্রে-শস্তে সজ্জিত হয়ে বাড়িঘরে হামলা করে নগদ অর্থ সহ স্বর্নালংকার লুটপাট করে। পরে বাধা দিলে আমার মেয়ে বীথি আক্তার ও স্ত্রী হাসিনা বেগমকে পিটিয়ে জখম করে।
মানববন্ধনে বক্তরা আসামীদের গ্রেফতারের দাবি জানান।