আজ বুধবার, ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

শহীদ মিনারে ধুমপান করায় ৫ হাজার ৩শ টাকা জরিমানা

শহীদ মিনারে ধুমপান

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের চাষাড়া এলাকার  কেন্দ্রীয় শহীদ মিনারের ভেতরে বসে প্রকাশ্যে ধুমপান করার দায়ে ১৩ জন এবং তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করায় তিন সিগারেটের দোকানীর কাছ থেকে সর্বমোট ৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ ডিসেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা পপি ও মোসাম্মৎ রহিমা আক্তারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ নারায়ণগঞ্জ জেলা শাখা প্রসিকিউটর শাহজাহান হালদার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা পপি বলেন, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার, নিয়ন্ত্রণ ও সংশোধন আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় তিনটি সিগারেটের দোকানীকে ও শহীদ মিনারে প্রকাশ্যে ধুমপান করায় ১৩ জনকে মোট ৫ হাজার ৩০০ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

স্পন্সরেড আর্টিকেলঃ