আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শহীদ দিবস উদযাপনে রূপগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রীর ব্যাপক প্রস্তুতি

নবকুমার:
একুশ মানে দাবি আদায়। একুশ মানেই হারা না মানা। একুশ মানে বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হওয়া। বাঙালি জাতির ইতিহাসে ভাষা আন্দোলন এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী বাংলা ভাষা কে মাতৃভাষা রূপে প্রতিষ্ঠার জন্য বাংলার দামাল ছেলেরা জীবন দিয়েছে।তাদের কাছে গোটা বাঙালি জাতি চির ঋণী। সেই ভাষা শহীদের শ্রদ্ধা জানাতে রূপগঞ্জে ৬৭ তম আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি প্রতি বছর ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন।এবারও করবেন।

জানা গেছে ২১ শে ফেব্রুয়ারী রাত ১২ টা ১ মিনিটে রূপগঞ্জ উপজেলায় কেন্দ্রী শহীদ মিনারে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের। তারাব পৌর কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করবেন তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী।

এছাড়া রূপগঞ্জ উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন ও ওয়ার্ডে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নিজ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে। শহীদ দিবস পালন উপলক্ষ্যে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা লীগ সহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন গোলাম দস্তগীর গাজী।

তিনি রূপগঞ্জের কয়েকটি স্কুল এবং কলেজের অনুষ্ঠানে যোগ দেবেন বলে কথা রয়েছে। শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশসিত প্রতিষ্ঠানসমূহের ভবন ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।