আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শহিদ কামালকে স্মরণ

সংবাদ বিজ্ঞপ্তি: শহিদ আমজাদ হোসেন কামাল এর স্মরণে ৩ নভেম্বর সকাল ৭ টায়, ফতুল্লা বিসিক পেনটেক্স ড্রেস লিঃ গার্মেণ্টস এর সামনে বাংলাদেশ টেক্সটাইল গার্মেণ্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও শোক র‌্যালি এবং শহিদ স্মৃতিস্তম্ভে পূস্পমাল্য অর্পণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক আঞ্চলিক শাখার সভাপতি মোঃ বিপ্লব মিয়া।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি-এড. মাহবুবুর রহমান ইসমাইল। তিনি বলেন ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে, হেমার্কেটে ৮ ঘণ্টা কর্ম দিবসের দাবীতে শ্রমিকেরা রক্ত ঝড়েছিল, ঠিক তেমনি আজ থেকে ১৭ বছর আগে ফতুল্লা বিসিকে ও ৮ ঘণ্টা কর্মদিবস সহ ১৮ দফা দাবীর আন্দোলন করার অপরাধে পেনটেক্স ড্রেস লিঃ গার্মেণ্টেসের শ্রমিক নেতা আমজাদ হোসেন কামালকে পুলিশ গুলি করে হত্যা করেছিল। এই কারনে আমেরিকার শোষক মালিকদের ও বাংলাদেশের গার্মেণ্টস মালিকদের চরিত্র এক ও অভিন্ন । ইতিহাসে মে দিবসে শ্রমিক হত্যাকারীদের যেভাবে বিচার করা হয়েছিল ঠিক তেমনি শহিদ আমজাদ হোসেন হত্যার বিচার করা হবে। তিনি বিভিন্ন গার্মেণ্টস কারখানার শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদ জানান এবং একই সঙ্গে আমজাদ হোসেন কামালের স্মৃতিস্তম্ভ নির্মাণ ও আর্মির রেটে শ্রমিকদের রেশনিং ব্যবস্থা এবং শ্রম আইন বাস্তবায়ন ও সকল গার্মেণ্টস কারখানায় ট্রেড ইউনিয়ন চালু করা দাবী জানান।

সভায় বিশেষ অতিথি ছিলেন গার্মেণ্টস শ্রমিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন্বায়ক শামীম ইমাম। তিনি বলেন, মালিকের স্বার্থ আর সরকারের স্বার্থ এক শ্রেণীর কারণে এখনো কোন শ্রমিক হত্যার বিচার হয় না। তাজরিন গার্মেণ্টেসে আগুনে পুড়ে শ্রমিক মরলেও অপরাধী মালিকের কোন বিচার হয় নাই। তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য সকলকে একসাথে কাজ করা উচিৎ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জি কে রাসেল- (সাংবাদিক) ও শিক্ষা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ টেক্সটাইল গার্মেণ্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি।