নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সামছুল আলমের নেতৃত্বে ৩১ আগস্ট শনিবার দুপুরে মাদক বিরোধী অভিযানে ২মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের হয়।
নারায়ণগঞ্জ সদরের গলাচিপা মসজিদ রোড এলাকায় টিটু স্টোর নামীয় দোকানের উত্তর পাশের রাস্তার উপর থেকে মৃত আজগর আলীর ছেলে মজিবুর রহমানকে (৪৫) দুপুর ২টায় আটক করা হয়। আটকের পর তার কাছ থেকে লুপিজেসিক ইনজেকশন ৬ এ্যাম্পল উদ্ধার করা হয়।
ডিএনসির এএসআই মোশারফ হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় মজিবুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। অপর দিকে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর স্টেশন এলাকায় মাদক বিক্রেতা বিথীকে (২২) দুপুর সাড়ে ১২ টায় ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। বিথীর বাবার নাম মৃত কাঞ্চন হাওলাদার। ডিএনসির ইন্সপেক্টর মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় বিথীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।