আজ শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শহরে সরকারি সাহায্য পায়নি দুস্থ পরিবার

আ.শুভ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন  এলাকায় বসবাসরত নিম্ন আয়ের মানুষ, দুস্থ পরিবার ও বস্তি এলাকার মানুষ সরকারি সাহায্য পায়নি । তাদের বাড়িতে নেই হাত পরিস্কারের সাবান ও স্যানিটাইজার পন্যও। অনেক পরিবার খাদ্যের অভাবে রয়েছে। নিম্ন আয়ের এসব মানুষের জন্য দু’একজন জনপ্রতিনিধি এলেও বাকিরা কেউও খোঁজ নিচ্ছেন না তাদের।

জানা গেছে, জেলার নিম্ন আয়ের ৭০৮৮ পরিবারের মধ্যে ২৬.১০ মেট্রিক টন খাদ্য বিতরন করা হচ্ছে। এছাড়া নগদ ৩ লাখ ১৩ হাজার ২ দুশত টাকা দেয়া হবে দুস্থ পরিবার গুলোকে। সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলায় এসব সাহায্য দেয়া হলেও শহরে থাকা নিম্ন আয়ের মানুষ ও দুস্থ পরিবার গুলো পায়নি এসব সহযোগিতা।

মন্ডল পাড়ার ভ্যান চালক জয়নাল মিয়া বলেন, একদিন কাজ না করলে না খেয়ে থাকতে হয়। করোনার জন্য ঘর থেকে বের হতে দিচ্ছেনা। ঘরে খাওয়ার কিছু নেই সন্তানদের নিয়ে না খেয়ে মরতে হবে।

২ নম্বর গেট এলাকায় সাফি বেগম বলেন, রাস্তায় তেমন মানুষ নেই যে ভিক্ষা দিবে কে। ২ দিন ধরে শুকনো রুটি খেয়ে আছি। হাত ধোয়ার কিছু নেই যে পরিস্কার থাকবো।

তিনি বলেন, সরকার ঘরে থাকতে বলেছে না খেয়ে মরার জন্য। জনপ্রতিনিধিরা ভোট নিতে এসে মা বলে ডাকে। এখন তাদের কাছে গেলে তারা বাসার গেট বন্ধ করে দেয়।

এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক বলেন. সরকারি সাহায্যে সবাই পাচ্ছে না। সরকার নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছে কিন্তু তারা অনেকেই সাহায্য পাচ্ছে না। এখন তারা যদি রাস্তায় নেমে পরে তাহলে করোনা ঝুঁকি তো আরও বেড়ে যাবে।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আনোয়ার হোসেন বলেন, শহরের জন্য নাসিকের কাছে সরকারি অনুদান উপজেলা থেকে পোঁছে দেয়া হয়েছে। তবে তারা এখনো দিচ্ছে না তা আমরা জানি না।

নাসিকের কয়েকজন কাউন্সিলরের সাথে এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, এখানো সরকারি সাহায্য পাননি তারা। এলাকার দুস্থ পরিবারের লোকজন প্রায় প্রতিদিনি আসছে তাদের কাছে।

১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস জানান, শুক্রবার সরকারি চাল এসেছে নাসিকে।