নিজস্ব প্রতিবেদক:
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান বলেছেন, আমরা নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকার প্রার্থী চাই। যাকেই নৌকার প্রার্থী করা হবে, আমরা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবো।
সোমবার (৩০ জুলাই) বিকালে মিছিল শেষে নগরীর ২নং রেলগেটস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয় মেয়াদে দেশ পরিচালনা করছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে এখন মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, আর্থ-সামাজিক উন্নয়ন ঘটেছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিতে হবে। নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় দেশ পরিচালনার সুযোগ দিতে হবে।
এর আগে বিকালে নগরীর ২নং রেলগেটস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে বের করা হয় বিশাল মিছিল। প্রায় কয়েক শতাধীক নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদিক্ষণ করে। এসময় নেতাকর্মীদরে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা নগরী। শুধু তাই নয়, মিছিলের সাথে সাথে আবু সুফিয়ান ‘আলোর পথে এগিয়ে যেতে নৌকা মার্কায় ভোট দিন’ শীর্ষক লিফলেট বিতরণ করেন। পরে মিছিলটি পুনরায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ করা হয়।