আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শহরে ফের জমজমাট মাদক ব্যবসা!

সংবাদচর্চা রিপোর্টঃ

মাদক নয় শুধু মাত্র একটি নেশা, মাদক এই সমাজের একটি ব্যাধি। এটি একটি মরণ ব্যাধি। এই মাদকের কবলে পরে হারিয়ে যাচ্ছে এই সমজের অনেক মেধাবী তরুন-তরুনী। মরণ ব্যধি মাদক এখন তরুন-তরুনীদের প্যাশনে পরিনত হয়েছে। মাদকের কারণে পারিবারিক কলহে সৃষ্টি হচ্ছে দিনকে দিন। আর এই পারিবারিক কলহের জের ধরেই বর্তমান সমাজে বাড়ছে ধর্ষন, হত্যা, সন্ত্রাসী, চাঁদাবাজী, অপহরণ সহ নানা রকম অপরাধ মূলক কর্মকান্ড। বর্তমান সরকারের নেওয়া যুগান্তকারী সিদ্ধান্তকে অপেক্ষা করে কতিপয় মাদক ব্যবসায়ীরা একটি প্রভাবশারী মহলের ইন্দনে চালিয়ে যাচ্ছে তাদের অবৈধ মাদক ব্যবসা।

বর্তমান পুলিশ সুপার মো. হারুন অর রশীদের আগমনের পর থেকেই নারায়ণগঞ্জ জেলার অপরাধের ঘটনাগুলো ধীরে ধীরে পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রনে চলে আসছে। কিন্তু অসাধু চক্রের প্রভাবাশালীদের অবৈধ অর্থের নেশা কোনো ভাবেই যেন নিয়ন্ত্রনে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। সম্ভব হচ্ছেনা বলেই ধীরে ধীরে নারায়ণগঞ্জের মাদক আবার মাথাচারা দিয়ে উঠছে।

শহর ও শহরতলীর আলোচিত মাদক স্পট হিসেবে সুপরিচিতি ছিলো ফতুল্লা থানাধীন মাসদাইর বাজার ও গলাচিপা এলাকায় কয়েকটি মাদক স্পট। এ সকল আলেচনার কেন্দ্র বিন্দু হিসেবে ডিবি পুলিশের ক্রস ফায়ারে নিহত মনিরুজ্জামান শাহীন ওরফে বন্দুক শাহীনের নেতৃত্বে মাদকের জমজমাট মাদক ব্যবসা। বন্দুক শাহীনের নিহতের প্রায় বছর খানেক চুপ থাকার পর আবারও মাথা চাড়া দিয়ে উঠছে তার প্রেতাতœাগুলো। গলাচিপা রুপার বাড়ির মোড় হতে চেয়্যারমান বাড়ি ১ও ২ নাম্বার গলি ও নেনো গলিতে সহ মসজিদ গলি ও বন্ধুক শাহীনের গলি সহ আবারো গর্জে উঠছে মাদকের সেই রমরমা ব্যবসা।

বন্ধুক শাহীন নিহত হওয়ার পরে তার সহযোগিরা পালিয়ে ছিলো তারা এখন আবার এলাকায় এসে মাদক ব্যাবসা চালু করছে। এলাকায় আবার দেখা যাচ্ছে সেই মাদক ব্যাবসায়ীদের যারা বিভিন্ন গলিতে গলিতে ঘোড়া ফেরা করছে। দিনের বেলায় একটু শান্ত থাকলেও রাতের বেলায় তারা হয়ে উঠে অশান্ত।

অনেক দিন এলাকায় মাদক ব্যাবসা বন্ধ থাকলেও বেশ কিছুদিন যাবত রাতের আধারে শুরু হয়েছে মাদক ব্যাবসা। এতে করে আবারও দুঃশ্চিন্তায় পড়েছে স্থানীয় অভিবাবকগন তাদের সন্তান নিয়ে। এতো দিন এলাকা ছাড়া ছিলো তারা আবার এলাকায় আসছে। এখন আবার তারা মাদক ব্যাবসা চালু করেছে বলে এলাকার বাসির অভিযোগ। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছে এলাকা বাসি জাতে এখানে আবারো চালু হতে না পারে মাদক ব্যাবসা। গলাচিপার নাম করা অনেক মাদক ব্যাবসায়ী এখনো ধরাছোয়ার বাহিরে আছে যারা এতো তিন পালিয়ে ছিলো।

এলাকা বাসির দাবী, এতো দিন এলাকা ছাড়া ছিলো তারা আবার এখানে ফিরে এসেছে তারা রাতের আধারে আবার লোক দিয়ে মাদক ব্যাবসা চালু করেছে। এখন গলাচিপা একটা সুনাম আছে। আবার মাদক ব্যাবসার কারনে তা নষ্ট করতে চান না এলাকাবাসি আর মাদকের কারনে এলাকার যুব সমাজ যেভাবে নষ্ট হয়েছিলো তার পুনরাবৃত্তি চান না এলাকাবাসি।

গলাচিপা ও মাসদাইর বাজারের আশপাশের স্থানীয় বাসিন্দাগন পুনরায় প্রতিষ্ঠিত হওয়া মাদক স্পটগুলো বন্ধে এবং মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারে মাননীয় পুলিশ সুপার হারুন অর রশিদের সদয় হস্তক্ষেপ কামনা করেন।