আজ মঙ্গলবার, ১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

শহরে উচ্ছেদ অভিযান: ‘৫০/১০০ চলবেনা ২০০ টাকা দেন’

শহর প্রতিনিধি:
৫০/১০০ চলবেনা ২০০ টাকা দেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ফুটপাতে অভিযানের সময় এভাবেই টাকা দাবি করছিলেন উচ্ছেদ কর্মীরা।
শহরের চাষাড়ায় হকার্স মার্কেটের সামনে বুধবার (৪ এপ্রিল) দুপুর ২টায় হঠাৎ অভিযান হয়। এসময় ফুটপাতের উপর থাকা অবৈধ দোকান গুলো ভেঙ্গে সিটি করপোরেশনের ট্রাকে তুলে নিয়ে যায়। তবে উচ্ছেদ কর্মীরা টাকার বিনিময়ে কয়েকজনের মালামাল ফেরত দিয়ে দেয়। আকস্বিক এ অভিযানের সময় সিটি করপোরেশনের কর্মকর্তা শ্যামল উপস্থিত ছিলেন।
যাদের মালামাল নিয়ে যায় সিটি কর্পোরেশনের কর্মচারিরা তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধু সড়ক ছাড়া সকল সড়কে হকার বসার অনুমতি দিয়েছে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। অথচ তারা এখানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। তাদের অভিযোগ, ৫০/১০০ চলবেনা ২০০ টাকা দেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ফুটপাতে অভিযানের সময় এভাবেই টাকা দাবি করছিলেন উচ্ছেদ কর্মীরা। তাদের দাবিকৃত টাকা যারা দিয়েছে তাদের মালামাল ফেরৎ দিয়েছে। আর যারা দিতে পারেনি তাদের গুলো নিয়ে গেছে।

স্পন্সরেড আর্টিকেলঃ