আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শহরের ৫ নম্বর ঘাঁটে কমছে না শিক্ষার্থীদের আড্ডা

সংবাদর্চচা রিপোর্ট:
গতকাল সকাল সাড়ে ১০ টায় নগরীর ৫ নম্বর ঘাঁট এলাকায় গিয়ে দেখা যায় কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীরা আড্ডায় ব্যস্ত রয়েছে। অথচ ওই সময়টা ক্লাস টাইম। স্থানীয়রা জানান, প্রতিদিনই সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে আসে অনেক শিক্ষার্থী। তাদের পরনে শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস থাকে। এ নিয়ে অনেকবার সংবাদ প্রকাশ হলেও কমছে না এই আড্ডা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও কোন ব্যবস্থা নেয় না।
তোলারাম কলেজের বিজ্ঞান বিভাগের সিয়াম নামে এক শিক্ষথার্থী বলেন, আমি নিয়মিত ক্লাস করি। আমার দৃষ্টিতে যারা ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় আড্ডা দেয় তারা নিজেদের ক্ষতি করছে। তাদের নিয়মিত ক্লাস করা উচিৎ।
মানিক নামে এক ব্যক্তি বলেন, বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতিদিনই এখানে এসে আড্ডা দেয়। তাদের শিক্ষকরা কি কিছু বলে না। আমি মনে করি ছেলে মেয়ে কি করে তা বাব-মার খবর রাখা উচিৎ। কলেজের পক্ষ হতে এসকল শিক্ষার্থীদের শাস্তি হওয়া উচিৎ। এই ধরনের আড্ডা করার জন্য অনেক ছাত্র-ছাত্রী পরীক্ষায় ফেল করে।
এবিষয়ে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক বলেন, যে সকল শিক্ষাথীরা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেয় তারা নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করছে। কিন্তু তা এখন তারা বুঝবে না। যখন বুঝতে পারবে তখন করার কিছু থাকবে না। তিনি বলেন, অভিভাবক এবং কলেজ কর্তৃপক্ষের উচিৎ শিক্ষার্থীদের খোঁজ খবর রাখা। শিক্ষকদেরও খবর রাখা উচিৎ তার ক্লাসের শিক্ষার্থী কেন কলেজে আসলো না। নারায়ণগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ বেদৌরা বিনতে হাবিব বলেন. আমরা আমাদের শিক্ষার্থীদের সতর্ক করার জন্য শিক্ষকদের দিক নির্দেশনা দিয়েছি। কোন শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিলে এমন তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। তবে তার মতে, অভিভাবকদেরও আরও সচেতন ও সতর্ক থাকতে হবে।