আজ সোমবার, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শহরের নলুয়াপাড়া থেকে ইয়াবা ও হিরোইনসহ মাদক ব্যবসায়ী রবিন আটক

শহরের নলুয়াপাড়া থেকে ইয়াবা

শহরের নলুয়াপাড়া থেকে  ইয়াবা

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
রোববার (০৮ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালে তাকে গ্রেফতার করা হয়।
থানাসুত্রে জানাযায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিকে পুলিশ জানতে পারেন যে, রবিন প্রায় ৫ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট টাকলা মাসুদের কাছে বিক্রি করার উদ্দেশ্যে নলুয়াপাড়া এলাকায় অবস্থান করছেন।
খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা এএসই সামসুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টেড় পেয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিন তার সাথে থাকা ৫ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট অপর মাদক ব্যবসায়ী রকির কাছে হস্তান্তর করে দেয়। এ সময় পুলিশ মাদক ব্যবসায়ী রবিনকে গ্রেফতার করতে পারলেও ২ হাজার পিছ ইয়াবা নিয়ে রকি পালিয়ে যেতে সক্ষম হয়।
চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিন, নলুয়াপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে। তার গ্রামের বাড়ী দিনাজপুর জেলা পার্বত্যপুর। তবে পুলিশ তাকে ভাসমান হিসেবেই দেখছেন বলে জানিয়েছেন।
পরে পুলিশ রবিনের দেহ তল্লাসি করে তার পেন্টের বাম পকেট থেকে ৫২ পিছ ইয়াবা ট্যাবলেট ও ডান পকেট থেকে প্রায় ৫ গ্রাম হিরোইন উদ্ধার করে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা এএসই সামসুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন, চিহ্নিত মাদক ব্যবসায়ীর নামে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানায় একাধীক মাদক মামলা রয়েছে। এর আগে রবিন সাড়ে ৪ শ’ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়েছিলো। জামিনে মুক্ত হয়ে আবারো সে এলাকায় মাদক ব্যবসা শুরু করেছে। তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো জানান, রবিনের সহযোগী রকি ও টাকলা মাসুদকে গ্রেফতারের চেষ্টা চলছে। আমরা মাদকের বিরুদ্ধে কাউকে ছাড় দিচ্ছিনা।