টি.আই.আরিফ
শান্তিপূর্ণ পরিবেশে চনপাড়া উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত। এ উপ-নির্বাচনে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন মো: শমসের আলী খাঁন। তিনি হাতি প্রতীকে পেয়েছেন তিন হাজার ছয়শত চল্লিশ (৩৬৪০) ভোট ।
তার নিকট তম প্রতিদ্বন্দ্বী নূর আলম মুন পেয়েছেন তিন হাজার একশত সাতানব্বই ভোট (৩১৯৭)। বিকালে শমসের আলী খানকে বিজয়ী ঘোষণা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা তাজাল্লি ইসলাম। উৎসবমুখর পরিবেশে এবার ভোট হয়েছে। ১৬ জন প্রার্থী এবার ভোটে লড়েছে। লাটিম প্রতীকে জয়নাল আবেদীন পেয়েছেন ২০৮৬ ভোট,আবিদ হাসান চান মিয়া ফুটবল প্রতীকে পেয়েছেন ৫০৭ ভোট, ইব্রাহিম মোল্লা ঘুড়ি প্রতীকে ৬৭ ভোট পেয়েছেন,জহিরুল ইসলাম আপেল প্রতীকে ৩৪৩ ভোট পেয়েছেন, আনোয়ার হোসেন ক্রিকেট ব্যাট প্রতীকে পেয়েছেন ২৪০ ভোট,আল-আমিন টচ লাইট প্রতীকে ১৪৫ ভোট পেয়েছেন, ইব্রাহিম মোরগ প্রতীকে ১৩৬ ভোট পেয়েছেন, খলিলুর রহমান পানির পাম্প প্রতীকে পেয়েছেন ২০৭ ভোট , নুরুল ইসলাম বাস প্রতীকে ৪৩৭ ভোট পেয়েছেন, বাবুল ফ্যান প্রতীকে ১২৯ ভোট পেয়েছেন,রবিন মিয়া হাস প্রতীকে ২৩০ ভোট পেয়েছেন, শাহাবুদ্দিন ভ্যানগাড়ী প্রতীকে ৭৩ ভোট পেয়েছেন, শফিকুল ইসলাম তালা প্রতীকে ৩৬২ ভোট পেয়েছেন, শেখ মো: জাহাঙ্গীর আলম কুমির প্রতীকে ৪৬৭ ভোট পেয়েছেন। ভোট কোন অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ৩১ মার্চ কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বজলুর রহমান মৃত্যুর বরণ করার কারনে এ ওয়ার্ডটির সদস্য পদ শূন্য হয়।