আজ শুক্রবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শবে বরাতের রাতে যাদের দোয়া কবুল হয় না

নবকুমার:

শবে বরাত অর্থ শব’ ফার্সি শব্দ অর্থ-রজনী। বরাত অর্থ মুক্তি, নিষ্কৃতি, ভাগ্য নির্ধারণ। এ রাতকে লাইলাতুল বরাতও বলা হয়। এ রাতে আল্লাহপাক বিশ্ববাসীর তাকদীর সম্পর্কীয় যাবতীয় বিষয়ের নথিপত্র কার্যকর করার জন্যে ফেরেশতাদের কাছে হস্তান্তর করেন। যার মধ্যে জন্ম- মৃত্যু, রিজিক, ধন-দৌলত, সুখ-দুঃখ সবকিছুই সন্নিবেশিত থাকে।

এ রাতে যাদের দোয়া কবুল হয় না:

১ . যারা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সমাজে বা দেশে অশান্তি সৃষ্টি করে অথবা  মানুষ হত্যা করে। ২ . যারা অন্যের হক নষ্ট করে বা সম্পদ আত্নসাত করে । ৩. যারা মিথ্যা কথা বলে।  ৫.  মুশরিক ৬. মাতা-পিতার অবাধ্য সন্তান ৭. আত্মীয়দের সাথে ন্যায়সঙ্গত কারণ ছাড়া সম্পর্ক ছিন্নকারী ৮. জালিম শাসক ও তাহাদের সহযোগী,  ৯. পরনারীগামী ১০. মদ্যপানকারী ১১. ইর্ষাপরায়ণ ১২. নিন্দাকারী ১৩. গনক ও রেখা টানিয়া অথবা ফালনামা দেখিয়া ভাগ্য ও ভবিষাৎ

১৪. পায়ের গিরার নিচে গর্ব সহকারে কাপড় পরিধানকারী (১৫) যাদুকর (১৬) জুয়াড়ি (১৭)  বিদআ’ত প্রচলনকারী (১৮) মিথ্যা সাক্ষ্যদানকারী (১৯ ) সুদ গ্রহিতা (২০) ঘুষ  গ্রহিতা (২৫) ।

 

স্পন্সরেড আর্টিকেলঃ