আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

লোডশেডিংয়ে অতিষ্ঠ নগরবাসী

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা জুড়ে বিদ্যুতের লোড শেডিং চরমে। টানা তিনদিন ধরে শহরের প্রান কেন্দ্র চাষাড়া থেকে কলির বাজার স্বর্নপট্টি পর্যন্ত বিদ্যুতের সীমাহীন লোডশেডিং এর কারনে অতিষ্ট হয়ে উঠেছে সর্বস্তরের সাধারণ মানুষ।

প্রতি ৩০ মিনিট অন্তর অন্তর লোড সেডিং দেয়া হচ্ছে। প্রতিবারই এর স্থায়ীত্ব এক থেকে দেড় ঘন্টা। এভাবে প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ৭/৮ বার লোডসেডিং দেয়া হচ্ছে। অপরদিকে লোডসেয়িং এর কবলে পড়া চাষাড়াস্থ সলিমুল্লাহ রোড, বিবি রোডের পূর্ব পাশ ও কালির বাজার এলাকায় যেমন রয়েছে আবাসিক এলাকা তেমনি রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস সমূহ। শুধু তাই নয়, এ এলাকাতে আরো রয়েছে নারায়ণগঞ্জের শীর্ষ স্থানীয় একাধিক পত্রিকা ও নিউজ পোর্টালের অফিস। ফলে সীমাহীন লোডশেডিং এর কারনে ওই সকল অফিসের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি প্রচন্ড গরমে এসব এলাকার জনজীব বিপর্যস্ত হয়ে পড়েছে।

জানা গেছে নারায়ণগঞ্জ ডিপিডিসি পশ্চিম অংশের নিয়ন্ত্রনে থাকা শীতালক্ষ্যা সাবস্টেশনে গত শনিবার অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এরপর থেকে বিদ্যুৎ সংযোগে লোড শেডিং এর মাত্রা বেড়ে গেছে। শিল্পকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান,দোকান সহ মানুষের ঘরবাড়ি সবখানেই এর প্রভাব পড়েছে ব্যাপকভাবে।

প্রাথমিকভাবে ৩৩ কেভির একটি সার্কিট ব্রেকার পুরে যাওয়ার কথা শিকার করেছেন কতৃপক্ষ। এতে আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান না বললেও ধারনা করা হচ্ছে ঐ ঘটনায় প্রায় কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে।

শীতলক্ষ্যা সাবস্টেশনে গত শনিবারের ঘটনার পর থেকে দুই শিফটে মোট পঞ্চাশ জন দিন-রাত কাজ করে যাচ্ছেন। তিন দিন পার হয়ে গেলেও এখনো মেরামত সম্পন্ন করতে পারেনি কতৃপক্ষ।

সাবস্টেশন মেরামতের দায়িত্বে থাকা প্রকৌশলী অমিত অধিকারী জানান, আমরা আপ্রাণ চেষ্টা করছি দ্রুত কাজ শেষ করার জন্য। সার্কিট ব্রেকারে সাথে অনেক গুলো চিকন ক্যাবল পুরে যাওয়ার কারনে সেগুলোকে পুনস্থাপনে সময় লাগছে। আশা করা যায় সোমবার রাতের মধ্যে কাজ শেষ করা গেলে মঙ্গলবার থেকে গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারবে ডিপিডিসি ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ডিপিডিসির প্রধান প্রকৌশলী দেওয়ান আবুল কালাম আজাদ, বলেন শনিবারের অগ্নিকান্ডের ঘটনার পর এবিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। দিন-রাত কাজ চলছে বিরতিহীনভাবে । আশা করি দ্রুত সমস্যা সমাধান হবে।
তবে দ্রুত বিদ্যুতে সমস্যা সমাধান না হলে বিদ্যুত কর্মকর্তাদের উপর ক্ষিপ্ত হয়ে জনগণ হামলা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।