আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লিবিয়া উপকূল থেকে শতাধিক অভিবাসন প্রত্যাশী উদ্ধার

অনলাইন ডেস্ক :   লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার সময় ছোট ছোট নৌকা থেকে আড়াই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিবিসি জানায়, লিবিয়ান কোস্টগার্ডের ক্যাপ্টেন আব্দুলহাদি ফাখাল বলেন, ‘গত শুক্রবার বিভিন্ন সাব সাহারান ও আরব দেশের এসব অবৈধ অভিবাসীকে উদ্ধার করে ইবনে আওয়াফ জাহাজ। উদ্ধারকৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।’

তিনি আরও বলেন, ‘কারাবওলি ও জিলিতেন শহরের কাছ থেকেই ২৫০ থেকে ২৭০ জনকে উদ্ধার করা হয়।’ ২০১১ সালে ন্যাটোর সমর্থনে এক অভ্যুত্থানে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটিতে সংঘাত শুরু হয়েছে। এখন জাতিসংঘ সমর্থিত সরকার অঞ্চলটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।

দারিদ্র্য ও সংঘাতপূর্ণ লিবিয়া থেকে পালিয়ে ইউরোপ যাওয়ার জন্য মূলত দেশটির পশ্চিম উপকূল থেকেই অভিবাসনপ্রত্যাশীরা রওনা হয়ে থাকে। লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকার ইতালির সহায়তায় পশ্চিমের সাবরাথা শহর থেকে মানবপাচার বন্ধ করায় অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা আগের চেয়ে দুই-তৃতীয়াংশ কমে গেছে।