নিজস্ব প্রতিবেদক:
নির্যাতিত ও অসহায় মানুষদের আইনী সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) নারায়ণগঞ্জ মহানগর শাখা গতকাল ৭ সদস্য বিশিষ্ট লিগ্যাল এইড (সালিশী) সাব কমিটি গঠন করেছে। এ কমিটি বিনামূল্যে নির্যাতিত, অসচ্ছল ও অসহায় মানুষদের আইনী সহায়তা প্রদান করবে।
মানবাধিকার কর্মী এডভোকেট হাসিনা পারভীনকে সমন্বয়কারী মনোনীত করে গতকাল অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী সভায় এ সাব কমিটির নাম ঘোষণা করেন সভার সভাপতি বিএইচআরসি-র ঢাকা বিভাগ দক্ষিণের গভর্ণর কে ইউ আকসির। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন এডভোকেট জাকারিয়া হাবিব, এডভোকেট জেসমিন আজিজা আলো, এডভোকেট বি এম হোসেন, আনজুমান আরা আকসির, রাশিদা আক্তার ও নিজামুল হক।
মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান রুমি-র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ২০১৮-২০ সেশনের নব নির্বাচিত কমিটির প্রথম সভায় সদস্যগণ লিগ্যাড এইড বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এসময় তারা বলেন, নির্যাতিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের আইনগত সহায়তা প্রদান করা একজন মানবাধিকার কর্মীর নৈতিক দায়িত্ব। বর্তমানে এ সমাজে অসংখ্য মানুষ প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। তারা সঠিক বিচার পাচ্ছে না। কেউ কেউ আর্থিক দৈন্যতার কারণে কিংবা আইনী প্রক্রিয়াকে জটিল ও বিড়ম্বনা মনে করে সঠিক পদ্ধতিতে সুবিচার লাভের চেষ্টা থেকে নিজেদের বিরত রাখছে। বিএইচআরসি নারায়ণগঞ্জ মহানগর কমিটি এ ব্যাপারে প্রাথমিক পর্যায়ে স্বল্প পরিসরে এবং ক্রমান্বয়ে বৃহৎ পরিসরে জেলার অধিবাসীদের আইনী সহায়তা প্রদান করতে পারে।
শহরের সহিতুন নেছা হাসপাতালে অনুষ্ঠিত সভায় এসময় উপস্থিত ছিলেন রীনা আহমদ, রেখা গুণ, এরশাদুর রহমান, শহীদুল আলম বুলবুল, লায়ন সায়েদুল ইসলাম শাকিল, লায়ন নিজামুল হক, সানোয়ার হোসেন, জিয়া উদ্দিন আহমেদ, মোবারক হোসেন বাচ্চু, মতিউর রহমান, রিপন আশরাফ, শরীফ হোসেন, সুরাইয়া আক্তার, রোকন শেখ, ঝরনা বেগম প্রমুখ।