আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

লাশ যায় লাশ আসে!

সংবাদচর্চা রিপোর্ট:
একের পর এক পরিকল্পিত ভাবে খুন,গুম,হত্যা কান্ডে নৃশংসতা মিলছে লাশের গায়ে। এক লাশ যেতে না যেতেই চলে আরেক লাশ মর্গে। ক্লান্ত লাশ কাটা ঘরের ডোমও। খুন কওে মাটির নিচে চাপা দিয়ে গুম করে লাশ ধামা চাপা দিতে চাইছে হত্যাকারীরা। ফাঁদে ফেলে ধর্ষন ও গণধর্ষণ করে হত্যার পর লাশ ধামা চাপা দেয়ার কৌশল অবলম্বন করে ধর্ষক হত্যাকারীরা। এয়াড়াও প্রতিটি নৃশংস হত্যা কান্ডের পেছনে রয়েছে পূর্বপরিকল্পনা জানা যায় পুলিশ ও গনমাধ্যম সূত্রে।

সম্প্রতি নারায়ণগঞ্জে নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী নজরুল চেšধুরীর (৪৮) লাশ বরিশালের উজিরপুওে পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ জুন) সকালে নিহতের ছেলে ও স্বজনরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। তিনি কুমিল্লা জেলার সালধর এলাকার মৃত রুকু মিয়ার ছেলে। নজরুল ২০-২৫ বছর ধওে নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় বাসা ভাড়া কওে পরিবার-পরিজন নিয়ে বসবাস করতো। বাবুরাইল এলাকায় চৈতী জুয়েলার্স নামক সোনার দোকানের মালিক তিনি।

অপরদিকে সোনারগাঁয়ে কাচঁপুরের কুতুবপুরের খোঁজের ১৭ দিন পর মিনু আক্তার (৩৫) নামের এক নারীর লাশ মাটি খুড়ে উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার বেলা বারোটায় মঞ্জুরখোলা এলাকা একিট বিলের মধ্যে বালি দিয়ে চাপা দেয়া লাশ উদ্ধার করা হয়। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের সাবেক স্বামী জুনায়েদ আহমেদকে গেস্খফতার করা হয়েছে।

এছাড়া গাড়ির চাকায় পিষ্ট হয়ে নুসরাত নামে ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। এসময় শিশুটির মা স্বপ্না বেগম (২২) গুরুতর আহত হন। রোববার (৯ জুন) দুপুওে বন্দও থানার মুছাপুর গ্রামের ডুমুরতলা নামক স্থানে এ ঘঁনা ঘটে। নিহত শিশু নুসরাত মুছাপুর এলাকার নাসির মিয়ার মেয়ে। আহত স্বপ্না বেগমকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফতুল্লায় এশটি বাড়িতে নির্মাণ কাজ করতে গিয়ে এক লাখ ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুত শর্টে জালাল (৩৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রূপগঞ্জে হাসি আক্তার (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আড়াইহাজার ইউপি সদস্য ইলয়াস ও তার প্রথম স্ত্রীকে গেস্খফতার করে পুলিশ।

রূপগঞ্জে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘঁনা ঘটে। এসময় লেগুনার চালকসহ আরও ৩ যাত্রী নিহত হয়। আহত হয়েছে কমপক্ষে ১৬ জন যাত্রী।

নিখোঁজের ১০ দিন পর নারায়ণগঞ্জের ফতুল্লার ঝুট ব্যবসায়ী কামরুজ্জামান চেšধুরী সেলিমের লাশ উদ্ধার করেছে পুলিশ। ভোলাইল এলাকায় এশটি ঝুটের গুদামের মাটি খুঁড়ে বস্তাবন্দি লাশটি উদ্ধার করা হয়।

এর আগে নিখোঁজের ২২ দিন পর কালির বাজারের স্বর্ণ ব্যবসায়ীর টুকরো লাশ উদ্ধার করে। ইদের ছুটিতে নারায়ণগঞ্জ জেলা জুড়ে হত্যার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। নারায়ণগঞ্জবাসির জন্য হুমকি স্বরূপ।