আজ সোমবার, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

লাশ দাফনে এগিয়ে আসছে না কেউ !

সংবাদচর্চা রিপোর্ট
জ্বর, সর্দি, কাশি আর শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (৭ এপ্রিল) নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লার কোতালেরবাগ এলাকায় নিজ বাড়িতে মারা যান তিনি। তবে দীর্ঘসময় ধরে লাশ পরে থাকলেও কেউই এগিয়ে আসছেন না ভয়ে।

পরিবারের লোকজনের সূত্রে জানা গেছে, দুই সপ্তাহের মতো সময়ধরে করোনার উপসর্গ অর্থ্যাৎ জ্বর, সর্দি, কাশি আর শ্বাসকষ্টে ভুগছিলেন ব্যবসায়ী জাহাঙ্গীর। শরীর অসুস্থ হওয়ার পর তাকে নারায়ণগঞ্জ ১শ’ শয্যা বিশিষ্ট ভিক্টোরিয়া হাসাপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে তাকে বাসায় নিয়ে আসা হলে অবস্থার আরও বেশি অবনতি হয় এবং মঙ্গলবার তিনি মারা যান।
পরিবারের লোকদের দাবি, দীর্ঘসময় ধরে লাশ পরে থাকলেও দাফন-কাফনের জন্য কেউই এগিয়ে আসছেন না।

এসএমআর

স্পন্সরেড আর্টিকেলঃ