সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অজ্ঞাত ব্যক্তির লাশের সন্ধান পাওয়ার ৩ দিন পর গলিত লাশ উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
গতকাল সোমবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ার চর এলাকার বিজ্রের নিচ থেকে অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশটি উদ্ধার করে সোনারগাঁও থানা পুলিশ।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর এলাকার বিজ্রের নিচে গত তিন দিন যাবত অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ পরে থাকতে দেখে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে সোনারগাঁও থানা পুলিশকে জানানোর পর থেকে ৩ দিন পার হলেও লাশ উদ্ধারে পুলিশের কোন তৎপরতা না দেখে সোমবার দূপুরে পুনরায় সংবাদ কর্মীরা সোনারগাঁও থানার ওসিকে লাশটি উদ্ধারের বিষয়ে তাগিদ দেয়ায় সোমবার বিকেলে এস আই মো. তাহিদ উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করেন।
স্থানীয় এলাকাবাসী জানান অজ্ঞাত ব্যাক্তির লাশ গলিত বিধায় উদ্ধার করছেনা।লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে স্থানীয় সংবাদ কর্মীরা লাশ উদ্ধারে বিলম্ব হওয়ার কারণ জানতে চাইলে এসআই তাহিদ উল্লাহ বলেন,এই লাশটি এখান থেকে উদ্ধার করে জেলায় পাঠানো পর্যন্ত প্রায় ১০ হাজার টাকা খরচ হবে,এই টাকা কে দেবে বলেন? পুলিশের এমন দায়িত্বহীন বক্তব্যে এটাই প্রতিয়মান হয়যে যেখানে টাকা আছে সেখানে পুলিশ যাবে,মানবতা কিংবা দায়িত্ববোধ বলতে কিছুই নেই।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(খ-অঞ্চল) জনাব খোরশেদ আলম বলেন,অজ্ঞাত ব্যাক্তির লাশের সংবাদ পেয়ে আমি তাৎক্ষনিক তা উদ্ধারের ব্যবস্থা নিয়েছি।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদ আলম পিপিএম বলেন, সোমবার বিকেলে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।