সংবাদচর্চা অনলাইনঃ
পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত শিশুসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। দগ্ধ আরও ২৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
মৃত ব্যক্তিদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসবে বিকেলে। দুপুর ২ টা থেকেই লাশের খাটি নিয়ে তল্লার সবুজবাগ বুমলার মাঠে অপেক্ষা করছেন স্বজনরা।
নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- রাশেদ (৩০), সাব্বির (২২), দেওয়ান হোসেন (৪৫), জুবায়ের (৭), জামাল (৪০), জুয়েল (১৮), হুমায়ন কবির (৭০), মোস্তফা কামাল (৩৪), ইব্রাহিম (৪৩), রিফাত (১৮), জুনায়েদ (১৭) ও কুদ্দুস বেপারী (৭০)।
শুক্রবার ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজ চলাকালীন অবস্থায় এ ভয়াবহ ঘটনা ঘটে। এতে ৫০ জনেরও বেশি মুসুল্লি দগ্ধ হয়েছেন। নামাজ চলাকালীন সময় হঠাৎ করেই বিকট শব্দ হতে শুরু করে। আশপাশের লোকজন ছুটাছুটি করে রাস্তায় জমে থাকা পানিতে ঝাপিয়ে পরে।