নিজস্ব প্রতিবেদক
সিদ্ধিরগঞ্জের লক্ষী নারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র দাসের সভাপতিত্বে এ দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা পরীক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, পরীক্ষার খাতায় মাথা ঠান্ডা রেখে প্রশ্ন উত্তর লিখতে হবে। পরীক্ষার আগের দিন রাতে প্রবেশ পত্র শুরু করে সকল কাগজপত্র গুছিয়ে রাখতে হবে। যে প্রশ্নের উত্তর ভালো করে পারো তার উত্তর আগে লিখতে হবে। খাতা জমা দেয়ার আগে রিভিশন দিয়ে জমা দিতে হবে। মনে রাখবে আজকের তোমরাই আগামী দিনে দেশ পরিচালনায় নেতৃত্ব দিবে। ভালো ফলাফলের পাশাপাশি আদর্শ মানুষ হতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, সাধারণ সম্পাদক নুর আলী মোল্লা, সমাজ সেবক ইসহাক মিয়া, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশিষ কুমার মজুমদার, সিনিয়র শিক্ষক ফারুক প্রমুখ।
আরআই/এসএএইচ