আজ রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

লকডাউন অমান্য, বাবুরাইলে আড্ডা

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে করোনাভাইরাসে যেমনি ভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তেমনি বাড়ছে পাড়া মহল্লায় বিশৃঙ্খলা। লকডাউন না মেনে শহরের বাবুরাইল এলাকায় কিশোর ও যুবাদের আড্ডাবাজী চলছে। ছোট, বড় সবাই । অপ্রতিকর ঘটনাও ঘটছে। এলাকাবাসির দাবি প্রশাসনের নজরদারি বাড়ালে বিশৃঙ্খলা কমে আসবে।
এদিকে প্রশাসন থেকে নারায়ণগঞ্জে করোনাভাইরাসের ঝুঁকি কমাতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। করা হয়েছে লকডাউন। তবে বিশৃঙ্খলা বন্ধ করা না গেলে জনসমাগম বাড়তে থাকতে এতে ঝুঁকিও বাড়তে থাকবে বলে মনে করেন এলাকাবাসী।

জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় আক্রান্ত ৫৫৮ জন। মারা গেছে মারা গেছেন ২৮ জন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তা জানিয়েছেন, শহরের জনসমাগম বেশি থাকায় ভাইরাস ছড়িয়ে পড়েছে। পাড়ামহল্লা গুলোতে মানুষ অতিরিক্ত চলাচল বন্ধ করতে হবে। সিটি কর্পোরেশন থেকে বার বার বলা হয়েছে নগরবাসীকে সামাজিক দুরত্ব বজায় রাখতে।

স্পন্সরেড আর্টিকেলঃ