আজ রবিবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজধানীতে র‌্যাবের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৫ জন গ্রেফতার

র‌্যাবের মাদক বিরোধী বিশেষ অভিযানে

র‌্যাবের মাদক বিরোধী বিশেষ অভিযানে

সংবাদচর্চা রিপোর্ট:

রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় পৃথক পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে ৩৫ (পয়ত্রিশ) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে করেছে র‌্যাব-২।

বাংলাদেশ আমার অহংকার এই শ্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক দ্রব্য উদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার বোধকল্পে মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। দেশের যুব সমাজ তথা নতুন প্রজন্ম’কে মাদকের নীল দংশন হতে পরিত্রান এবং সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে মাদক বিরোধী অভিযানে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবও কঠোর অবস্থান নিয়ে আসছে এবং নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক র‌্যাব এর প্রতিষ্ঠা বার্ষিকীতে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করার পর র‌্যাব পূর্বের তুলনায় মাদক বিরোধী অভিযান জোরদার করেছে।

চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত ২৫ জুলাই  র‌্যাব-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার পৃথক পৃথক মাদক স্পটে মাদক ব্যবসায়ীরা নিত্য-নতুন কৌশলে নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাবলেট (ইয়াবা), গাজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাব-২এর পৃথক পৃথক আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামীরা দৌড়ে পালানোর চেষ্টা কালে নি¤œলিখিত আসামীদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে জানায় তারা বাড়তি আয়ের লোভে নিজেদেরকে মাদক ব্যবসায় জড়িয়েছে। দেশব্যাপী মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালিত হওয়া সত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তরালে তারা রাজধানীর বিভিন্ন স্থান হতে পরিচিত ক্রেতার কাছ থেকে কয়েক ঘন্টা পূর্বে অর্ডার নিয়ে সুবিধাজনক স্থানে ইয়াবা ও গাঁজা চড়া দামে বিক্রয় ও সরবরাহ করত। ধৃত আসামীদের’কে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতার কৃত আসামীরা  হলো:
১। মোঃ সাগর (২০), পিতা- জামাল, সাং- ছোটপাতা, থানা- বোরহান উদ্দিন, জেলা- ভোলা, বর্তমানে- উত্তর বসিলা রাজধানী হাউজিং, জামাল মিয়ার বাসার ভাড়াটিয়া, থানা- মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা। ২। মোঃ রাসেল (২২), পিতা- মোঃ হযরত আলী, সাং- চড়টিটিয়া, থানা- বোরহান উদ্দিন, জেলা- ভোলা, বর্তমানে- চাঁদ উদ্যান হাউজিং, টিনের বাড়ী, থানা- মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা।

৩। মোঃ জুয়েল (২৫), পিতা- মোঃ সিরাজ সরদার , সাং- পাঁচকাঠি, থানা- গোসাইরহাট, জেলা- শরিয়তপুর, বর্তমানে- চাঁদ উদ্যান, মোল্লাবাড়ী, ফকরুল মোল্লার বাসার ভাড়াটিয়া, থানা- মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা। ৪। আতিকুর রহমান @ লালচু (৩২), পিতা-মৃত আতাউর রহমান, নেছা, সাং-শিমেলকান্দি, থানা-ব্রাক্ষণবাড়িয়া, জেলা- ব্রাক্ষণবাড়িয়া, বর্তমান শ্যামলী, ২নং রোড, ভুইয়া গলি, আগারগাঁও, শেরেবাংলানগর, ডিএমপি ঢাকা।

৫। আরিফ (২৩), পিতা-মোঃ আমির হোসেন, সাং- ছদরচর, থানা- ভোলা, জেলা- ভোলা, বর্তমান শ্যামলী, ২নং রোড, ভুইয়া গলি, আগারগাঁও, শেরেবাংলানগর, ডিএমপি ঢাকা। ৬। আমিনুল ইসলাম @ মানিক (৩৭), পিতা মোঃ সফি উদ্দিন, সাং- বড় হাসিমপুর, পোঃ বড় হাসিমপুর , থানা- চিরির বন্দর, জেলা- দিনাজপুর, বর্তমান সাং- বাসা নং ১১৪, ৩য় তলা মসজিদের গলি, থানা শেরেবাংলা নগর, ডিএমপি, ঢাকা।

৭। আব্দুর রহমান(২৬), পিতা- রুহুল আমীন, সাং-বিষকাঠারী, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, বর্তমানে বাসা নং-৬৮৯/১, পশ্চিম শেওরাপাড়া, মিরপুর, ডিএমপি, ঢাকা। ৮। বিপ্লব খলিফা (৪০), পিতা- জবাল খলিফা, সাং-পাটরী শিবপুর, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, বর্তমানে-নবতা বাজার, বাসা নং-৮, আদাবর, ডিএমপি, ঢাকা।

৯। হৃদয় হোসেন @ বাবু (২২), পিতা- মোঃ ফাইজুল মোল্লা, সাং- ছোট দক্ষিনপাড়, থানা- কোটালিপাড়া, জেলা- গোপালগঞ্জ, বর্তমানে- রায়ের বাজার, সুলতানগঞ্জ রোড, মহসিন মিয়ার বাসার ভাড়াটিয়া, থানা- মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা। ১০। মোঃ রানা (২১), পিতা- মোঃ মগফার উদ্দিন, সাং- রামচর, থানা- মুলাদী, জেলা- বরিশাল, বর্তমানে- রায়ের বাজার, মেরিষ্টোপ শিশু হাসপাতালের উত্তর পাশে, থানা- মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা।

১১। মোছাঃ জোহরা খাতুন (৩০), স্বামী-মোঃ আব্দুল কাদির, পিতা-মৃত দুদু মিয়া, সাং-শ্রীরামপুর, পোস্ট- চান্দিনা, জেলা-কুমিল্লা, বর্তমান-বাসা নং-৩৬৯, অঞ্চল-৩ (সালমা বেগমের বাড়ীর ভাড়াটিয়া), ওয়ার্ড নং-২৫, পূর্ব নাখালপাড়া, থানা-তেজগাঁও শিল্পাঞ্চল, ডিএমপি, ঢাকা। ১২। রিয়াজ উদ্দিন @ মিন্টু(৩৬), পিতা-মোঃ জামাল উদ্দিন @ শাহজাহান, বাসা নং-৩৫৪, পূর্ব নাখালপাড়া, থানা-তেজগাঁও শিল্পাঞ্চল, ডিএমপি, ঢাকা।

১৩। রুবেল থাপা(৩০), পিতা- সনবাহাদুর, সাং-পাল্লাথল চা বাগান, পোঃ-শাহবাজপুর, থানা-বড়লেখা, জেলা-মৌলভীবাজার, বর্তমান বাসা নং- ৩৬৩, পশ্চিম নাখালপাড়া, থানা-তেজগাঁও, ডিএমপি, ঢাকা। ১৪। রিজওয়ান আল রহমান(৩০), পিতা-মোঃ আতাউর রহমান, বাসা নং- ৫৬৫, শাহীনবাগ, থানা-তেজগাঁও, ডিএমপি, ঢাকা।

১৫। মোঃ আব্দুল হান্নান সুমন(২৭), পিতা-মৃত ইনতু মিয়া, সাং-সেকান্দারপুর, পোঃ-সেকান্দারপুর, থানা-দাগনভূইয়া, জেলা-ফেনী, বর্তমান- নাখালপাড়া (ভাসমান) থানা-তেজগাঁও, ডিএমপি, ঢাকা। ১৬। মোঃ ইমাম হোসেন @ এমাম(২৫), পিতা- রুহুল আমিন, সাং-সেকান্দার পুর, পোঃ সেকান্দারপুর, থানা-দাগনভূইয়া, জেলা-ফেনী, বর্তমান বাসা নং-১৯, আর এ রাবার জুরিয়াটুলি, নবাবপুর, ডিএমপি, ঢাকা।

১৭। মোঃ লিয়াকত(২২), পিতা- মোঃ জালাল পাটোয়ারী, সাং-বাঁশকান্দি, পোঃ- মির্জাচর সিনিয়র মাদ্রাসা, থানা-শিবচর, জেলা-মাদারী পুর, বর্তমান ৮১ কিচেন রোড(ইকবাল আহম্মেদ এর বাসার ভাড়াটিয়া), কাঠাল বাগান, থানা- কলাবাগান, ডিএমপি, ঢাকা। ১৮। মোঃ রাকিব(২১), পিতা-মোঃ আব্দুল মান্নান, সাং- নাইনগর, থানা- শাহারস্তি জেলা-চাঁদপুর, বর্তমান- বাসা নং- ৪২০,জুরাইন, মুরাদপুর, থানা-শ্যামপুর, ডিএমপি, ঢাকা।

১৯। মোঃ শাহিন(২২), পিতা- মোঃ মফিজুল ইসলাম, সাং-চরভুতা, পোঃ-সাজির হাট, থানা-লালমোহন, জেলা- ভোলা, বর্তমান- বাসা নং-৪৪৮/এ, পশ্চিম রাজা বাজার, থানা-শেরেবাংলা নগর, ডিএমপি, ঢাকা। ২০। মোঃ রিয়াজ(২০), পিতা-মোঃ নুর ইসলাম, সাং-চরভুতা, পোঃ-সাজির হাট, থানা-লালমহন, জেলা- ভোলা, বর্তমান- বাসা নং-৪৪৮/এ, পশ্চিম রাজা বাজার, থানা-শেরেবাংলা নগর, ডিএমপি, ঢাকা।

২১। মোঃ মাসুদ(৪৫), পিতা-মোঃ হোসেন মিস্ত্রি, সাং-কাঠালতুলী, পোঃ+থানা-সিরাজদী খান, জেলা- মুন্সিগঞ্জ, বর্তমান বাসা নং- আলম ডেকরেটরের মালিক সিরাজ মিয়ার দোকান, তেজতুরী পাড়া, থানা- তেজগাঁও, ডিএমপি, ঢাকা। ২২। মোঃ পালন(৩৮), পিতা- মৃত আঃ মালেক, সাং- ধনিয়া, পোঃ-নয়ার হাট, থানা-সাভার, জেলা- ঢাকা, বর্তমান- ভাসমান কারওয়ান বাজার, থানা-তেজগাঁও, ডিএমপি, ঢাকা।

২৩। মোঃ মেহেদী হাসান(২০), পিতা- মোঃ শাহজাহান চৌধুরী, সাং-চরভুতা, পোঃ-সাজির হাট, থানা-লালমহন, জেলা- ভোলা, বর্তমান- বাসাা নং-৪৪৮/এ, পশ্চিম রাজা বাজার,থানা-শেরেবাংলা নগর, ডিএমপি, ঢাকা। ২৪। মোঃ আরিফুল ইসলাম@রাকিব(২১), পিতা-মৃত নাসির, সাং-দাসের জঙ্গল, থানা-গোসাইরহাট, জেলা-শরিয়তপুর, বর্তমানে-সাতমসজিদ হাউজিং, রোড নং-০৫, মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা।

২৫। মোঃ রাশেদ হোসেন জীবন(২৬), পিতা-মোঃ শাহ আলম মিয়া, সাং-মুরমা(মীরকাদিম বাজার), থানা+জেলা-মুন্সীগঞ্জ, বর্তমানে-মেকাপ খান রোড, পানির পাম্পের গলি, রায়ের বাজার, থানা-মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা। ২৬। মোঃ ওবায়দুর (২৪), পিতা-মোঃ আমির হোসেন, সাং-জলিসা, থানা-দুমকি, জেলা-পটুয়াখালি, বর্তমানে-বুদ্ধিজীবী রোড, বটতলা, বিল্লাল হাজীর বাড়ির ভাড়াটিয়া, রায়ের বাজার, থানা-মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা।

২৭। মোঃ সজল মিয়া(২৭), পিতা-মোঃ সোনা মিয়া, সাং-পশ্চিম রাজৈর, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর, বর্তমানে-নূর হোসেন ম্যানেজারের বাড়ির ভাড়াটিয়া, বাবরী মসজিদের সাথে, রায়ের বাজার, থানা-মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা। ২৮। মোঃ আলামিন(২৬), পিতা-জোবেদ আলী, সাং-দুরমুট, থানা-মেলান্দহ, জেলা-জামালপুর, বর্তমানে-হাশেম খান রোড, রায়ের বাজার, থানা-মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা।

২৯। মোঃ শফিক(২০), পিতা-নূর মিয়া গাজী, সাং-গোবিন্দপুর, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, বর্তমানে-বৈশাখী রোড, শাকিল ম্যানেজারের বাড়ির ভাড়াটিয়া, রায়ের বাজার, থানা-মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা। ৩০। আবুল কাশেম(৫০), পিতাঃ মৃত জলিল তালুকদার, সাং-কেওয়ার, থানা+জেলাঃ মুন্সিগঞ্জ, এ/পি- ছাতী মসজিদ গলি, মেইন রোড সংলগ্ন, রায়ের বাজার, থানাঃ মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা।

৩১। মোঃ ইব্রাহীম(৪০), পিতাঃ মোঃ হোসেন সওদাগর, সাং-রাজাপুর, থানা+জেলাঃ নোয়াখালী, এ/পি- বাসা নং-৫৪/সি, পাটোয়ারীর বাড়ীর ভাড়াটিয়া, বউ বাজার, থানাঃ হাজারীবাগ, ডিএমপি, ঢাকা। ৩২। মোঃ অলিউল্লাহ(২৮), পিতাঃ মোঃ সহিদুল ইসলাম, সাং-ঈসমাইল পাড়া, থানাঃ কিশোরগঞ্জ, জেলাঃ নীলফামারী, এ/পি- হাজী সাহেবের বাসার ভাড়াটিয়া, মোহনপুর, রিং রোড, শ্যামলী, থানাঃ আদাবর, ডিএমপি, ঢাকা।

৩৩। মোঃ ফয়সাল হাওলাদার(২৪), পিতাঃ মোঃ শাজাহান হাওলাদার, সাং-হরিণটানা, থানাঃ লবনচরা, জেলাঃ খুলনা, এ/পি- বাসা নং-১৩৭/২০, মধুবাজার, থানাঃ হাজারীবাগ, ডিএমপি, ঢাকা। ৩৪। মোঃ নূর হোসেন(২৫), পিতাঃ মৃত বিল্লাত আলী মৃধা, সাং-সরিফাবাদ মৃর্ধা বাড়ী, থানাঃ গৌরনদী, জেলাঃ বরিশাল, এ/পি- ৬তলা গলি, রায়ের বাজার, থানাঃ মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা।

৩৫। মোঃ রানা শেখ(২০), পিতাঃ মোঃ ইউনুস শেখ, সাং-কাঠালবাড়ীর চর, থানাঃ শিবচর, জেলাঃ মাদারীপুর, এ/পি- সাদেক খান পাম্পের নিচে, বায়তুল আসাদ জামে মসজিদের ডানে, রায়ের বাজার, থানাঃ মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা।