আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ফিরোজ আটক

র‌্যাবের অভিযান

র‌্যাবের অভিযান

 

 

 

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ শহরের শহরের বেপারীপাড়ায় অভিযান চালিয়ে ফিরোজ মাহমুদ (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ১১। সে ১৭ নং ওয়ার্ডের ভুইয়াপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
রোববার বিকালে র‌্যাব-১১ এর একটি দল তাকে শহরের বেপারীপাড়ার ১১৩নং মোবারক শাহ রোড এলাকা থেকে আটক করে।
র‌্যাব জানায়, নারায়ণগঞ্জ সদর থানার ১৩৯, মোবারক শাহ্ রোড, বেপারী পাড়াস্থ জনৈক মোঃ আবু বক্কর সিদ্দীক (৩৩), পিতা-মৃত আবুল হোসেন এর মালিকানাধীন সেমি পাকা বসত ঘরে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ৮৯ পিস ইয়াবাসহ ফিরোজ মাহমুদকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত ফিরোজ মাহমুদ অর্থের বিনিময়ে উদ্ধারকৃত ইয়াবাসমূহ বাড়ীর মালিক মোঃ আবু বক্কর সিদ্দীকের প্রতিপক্ষ দ্বারা প্রভাবিত হয়ে উক্ত স্থানে রেখে আবুবক্কর সিদ্দীককে ফাঁসানোর অপচেষ্টায় লিপ্ত ছিল।
র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত ফিরোজ মাহমুদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।