নিজস্ব প্রতিবেদক:
ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি ফতুল্লার মডেল থানার অফিসার ইনচার্জ হাজী শাহ মো.মঞ্জুর কাদের (পিপিএম) এবং এসআই কাজী এনামুল শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কার ও সনদ লাভ করেছে।
রোববার (১ জুলাই) সকালে ঢাকা ডিআইজি রেঞ্জ অফিসে ডিআইজি আবদুল্লাহ চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, আবু কালাম সিদ্দিক ও অতিরিক্তি ডিআইজি আসাদুজ্জামানের উপস্থিতিতে অফিসার ইনচার্জ হাজী শাহ মো.মঞ্জুর কাদের (পিপিএম) এবং এসআই কাজী এনামুলের হাতে সেরা অফিসারের স্মারকপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানাযায়, ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ নিয়মিত সভায় গত মে মাসের কাজে ফতুল্লা থানার আইন শৃঙ্খলা ও থানার ওয়ারেন্ট তামিলসহ নানা কর্মে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ হাজী শাহ মো.মঞ্জুর কাদের পিপিএম ঢাকা রেঞ্জ শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার লাভ করেছে। তার সাথে ঐ সভায় ফতুল্লা মডেল থানার এসআই কাজী এনামুল হক মামলা তদন্ত করে সফল হওয়ায় সেও শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কার ও সনদ পেয়েছে।