আজ বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপসী দাখিল মাদ্রাসায় বিজয় দিবস উদযাপন

সংবাদচর্চা রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার ( ১৬ ডিসেম্বর) সকালে মাদ্রাসায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো: মুন্না খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও তারাব পৌর মেয়র হাছিনা গাজী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রফিক উদ্দিন আহমেদ, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মফিজ। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবু নাঈম ভুঁইয়া, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ খাঁন, মাদ্রাসার সাবেক সভাপতি আবুল হাসনাত ভুঁইয়া, দাতা সদস্য রফিকুল ইসলাম পনির খাঁন, তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবেলসহ অনেকে। পরে অতিথিবৃন্দ শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।