সংবাদচর্চা রিপোর্ট : বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক কে রূপসী জিনিয়াস একাডেমীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছে। শনিবার সকালে জিনিয়াস একাডেমীর শিক্ষার্থীরা বস্ত্র ও পাট মন্ত্রীর বাসায় যান। তারা গোলাম দস্তগীর গাজীর হাতে ফুলের তোড়া উপহার দেন।
মন্ত্রী জিনিয়াস একাডেমীর শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন জিনিয়াস একাডেমীর প্রতিষ্ঠাতা আলহাজ্ব আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক ডা: হাফিজুর রহমান প্রমুখ।