আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপসীতে শহীদ বকুলের কবরে প্রশাসনের শ্রদ্ধা

সংবাদচর্চা রিপোর্ট:
মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলার রূপসীতে শহীদ গোলাম রশিদ বকুলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে রূপসী চরপাড়া-নগরপাড়া কবরস্থানে শহীদ বকুলের কবরে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ মোনাজাত করা হয়। এসময় রূপগঞ্জ উপজেলা নির্বাহী আহসান মাহমুদ রাসেল , রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আমান উল্লাহ, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ, শহীদ বকুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুল হালিম ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রিপন, শহীদ বকুলের ভাই মুকুল ভুঁইয়া, ওয়াদুদ ভুইয়া উপস্থিত ছিলেন। পরে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
উল্লেখ্য ১৯৭১ সালের ২৭ নভেম্বর পাকিস্তান হানাদার বাহিনী গোলাম রশিদ বকুলকে নির্মমভাবে হত্যা করে। সে রূপসী এলাকার সন্তান। প্রতিবছর তার কবর জিয়ারত করে স্থানীয় জনগণসহ উপজেলা প্রশাসন।

স্পন্সরেড আর্টিকেলঃ