আজ বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপসীতে মেলা থেকে ফেরার পথে কিশোরীকে গণধর্ষণের দায় স্বীকার করে ৩ ধর্ষকের জবানবন্দী

সংবাদচর্চা রিপোর্ট:

বৈশাখী মেলা থেকে ফেরার পথে রূপগঞ্জ উপজেলার রূপসী প্রধান বাড়ি এলাকায়  কিশোরী গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার  তিন ধর্ষক গণধর্ষণের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে । সোমবার ২২ এপ্রিল সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউসার আলমের আদালতে গ্রেফতারকৃতরা ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দী দেয় । গ্রেফতারকৃতরা হলেন, জামালপুরের মেলান্দ টুপকার চর এলাকার আনিসুর রহমান, রূপসী প্রধান বাড়ির আনোয়ার হোসেনের ছেলে আকাশ মিয়া ও একই এলাকার ঈমান আলীর ছেলে ইসমাঈল।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল ইসলাম জবানবন্দির বরাত দিয়ে বলেন, ১৪ এপ্রিল রাতে দুই গার্মেন্টসকর্মী রূপসী এলাকা থেকে বৈশাখী মেলা শেষ করে বরপা বাগানবাড়ি এলাকার ভাড়াটিয়া বাসায় ফিরছিলো। পথিমধ্যে আগে থেকেই ওৎপেতে থাকা ৬ বখাটে তাদের পথরোধ করে তুলে নেয়। পরে একজনকে রূপসী প্রধান বাড়ি সংলগ্ন বালুর মাঠে নিয়ে ৬ বখাটে পালাক্রমে ধর্ষণ করে। আরেক গার্মেন্টসকর্মীকে ধর্ষণের চেষ্টা করলে সে দৌড়ে পাশ্ববর্তী মসজিদের ছাদে গিয়ে নিজেকে রক্ষা করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ চেষ্টা চালিয়ে তিন ধর্ষককে আটক করে। পরে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়াও আটককৃতদের ডিএনএ টেষ্টও করা হয়েছে। সোমবার গ্রেফতারকৃতরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। বাকী তিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

স্পন্সরেড আর্টিকেলঃ