আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপসীতে একটি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার রূপসী স্লুইচ গেট এলাকায় নুরু মাস্টারের গোটা পরিবারকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। শুক্রবার রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ নির্দেশ দেন। বশির মিয়া নামে ভারত ফেরত একজন লোক নুরু মাস্টারের বাড়ীতে অবস্থান করায় বশিরসহ  ঐ পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।

এসময় পুরো পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের একটি নোর্টিশ সাটিয়ে দেওয়া হয়।

রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম বলেন, ২৩ মার্চ ভারতের দিল্লি থেকে সে  বাংলাদেশে এসেছে । রূপসীতে সে শ্বশুর বাড়ীতে অবস্থান করছিলো । বশির মিয়াসহ তাদের সবাইকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। কোনো জরিমানা করা হয়নি।

স্পন্সরেড আর্টিকেলঃ