আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগ‌ঞ্জে ট্রা‌কের ধাক্কায় ২ নৃত্য শি‌ল্পী নিহত

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগ‌ঞ্জে ট্রা‌কের ধাক্কায় নৃত্য শিল্পী শারমীন আক্তার (১৮) সহ ২ জন  নিহত হয়েছে। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাত দেড় টার দিকে উপ‌জেলার আউখা‌বো এলাকায় ঢাকা-‌সি‌লেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন, মুগদা এলাকার হৃদয় গাজী (৩০), মুগদা জিলপার এলাকার জাফর মিয়ার কন্যা শারমীন আক্তার (১৮) এবং আহতরা হলেন, গাজীপু‌রের মী‌রেরগাঁও এলাকার নুর আল‌মের কন্যা আখি আক্তার (১৬)। তারা তিনজনই নৃত্য শি‌ল্পি।

আহত আঁখি আক্তারের বরাত দিয়ে ভুলতা পু‌লিশ ফা‌ঁড়ির ইনচার্জ ইন্স‌পেক্টর র‌ফিকুল ইসলাম জানান, রাতে নর‌সিংদীতে এক‌টি অনুষ্ঠা‌নে নৃত্য প‌রি‌বেশন ক‌রে আঁখি এবং শারমীন আক্তার‌কে সা‌থে নি‌য়ে মোটরসাইকেল যো‌গে ঢাকার মুগদায় যাচ্ছিলেন হৃদয় গাজী। পথিম‌ধ্যে রূপগঞ্জ উপ‌জেলার আউখা‌বো এলাকায় ঢাকা-‌সি‌লেট মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তা‌দের ধাক্কা দিলে তারা মোটরসাইকেল নিয়ে সড়‌কে প‌ড়ে যায়। এ সময় অজ্ঞাত দ্রুতগামী এক‌টি বা‌সের চাকায় পৃষ্ট হ‌য়ে ঘটনাস্থলেই হৃদয় গাজী ও শারমীন আক্তারের মৃত্যু হয়। আর আঁখি আক্তার গুরুত্বর আহত হয়।

খবর পেয়ে ভুলতা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গি‌য়ে গুরুত্বর আহত আঁখি আক্তার কে স্থানীয় ইউ এস বাংলা হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে। এছাড়া ঘটনাস্থল থে‌কে মর‌দেহ দুইটি ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার  এবং ঘাতক ট্রাক‌টি আটক করা হয়েছে ।