নিজস্ব প্রতিবেদক
আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রূপগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, ৫নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য, মেসার্স ভুঁইয়া টিম্বার এন্ড স’ মিল ও মেসার্স মক্কা এন্টারপ্রাইজের মালিক হাজী মোঃ ওসমান গনী ভুঁইয়া খোকন বলেছেন, আওয়ামী সরকারের আমলে এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে রূপগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উন্নয়ন সবার নজরে এসেছে। এবারের নির্বাচনে তিনি জয়ী হলে অসম্পূর্ন সকল কাজ সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।
মেম্বার পদপ্রার্থী হাজী মোঃ ওসমান গনী ভুঁইয়া খোকন আরো জানান, শতভাগ বিদুৎ, গ্যাস ও পানি সরবরাহ করে সন্ত্রাস ও মাদকমুক্ত গ্রামে উন্নীত করার প্রত্যয় নিয়ে তিনি এবারের নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। সাধারণ মানুষের সকল নাগরিক সুবিধা দিতে তিনি সর্বদা নিজেকে নিয়োজিত রাখবেন। গ্রাম্য সালিশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। রাস্তাঘাট সংষ্কার ও নির্মাণ করে সাধারণ মানুষের সার্বিক সুবিধা প্রতিষ্ঠা করবেন। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় অগ্রণী ভুমিকা রাখবেন। স্কুলগামী শিশুদের লেখাপড়ায় উৎসাহিত করবেন। বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা রোধ করবেন। মাদক, সন্ত্রাস, রাহাজানী নিমূর্লে ইতিমধ্যেই তিনি বেশ উদ্যোগ গ্রহণ করেছেন। অসম্পূর্ন সকল কাজ সম্পন্ন করে আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান হাজী মোঃ ওসমান গনী ভুঁইয়া খোকন। তার ভাই আমিনুল ইসলাম শিপন রূপগঞ্জ উপজেলার আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সাংগঠনিক সম্পাদক। তারা আওয়ামী পরিবারের সদস্য।
রূপগঞ্জ ইউনিয়নের মধুখালী, পিতলগঞ্জ ও মোগলান নিয়ে ৫নং ওয়ার্ড গঠিত। গত ৫ বছরে যত উন্নয়ন হয়েছে তার মধ্যে মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আব্দুল মজিদ সাহেবেরে বাড়ি পর্যন্ত সড়ক, হাজী আব্দুল কাদির সাহেবের দোকানের পাশ থেকে আব্দুল হক সাহেবের বাড়ি পর্যন্ত সড়ক, সাংবাদিক মাহাবুব আলম সাহেবের বাড়ির কাছ থেকে ব্যবসায়ী তানভীর মোল্লা সাহেবের বাড়ি পর্যন্ত সড়ক, আবুল হোসেন সাহেবের বাড়ির কাছ থেকে আব্দুল কাইয়ুম সাহেবের বাড়ি পর্যন্ত সড়ক, সায়েদ আলী সাহেব বাড়ির কাছ থেকে ড. নাসির উদ্দিন সাহেবের বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণ উল্লেখ্য যোগ্য।
পিতলগঞ্জ মধ্যপাড়া এলাকার পানি নিষ্কাশনের ড্রেন নির্মান করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় সকল স্থানে সুষ্ঠু পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মান করা হবে। এছাড়া বেশ কয়েকটি সড়কে সিসি ঢালাই দেয়া হয়েছে। তার মধ্যে পিতলগঞ্জ- মধুখালী পাকাসড়ক থেকে মধূখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জামান সাহেবের বাড়ি পর্যন্ত এবং মোঃ কাইয়ুম মোল্লা সাহেবের বাড়ির কাছ থেকে আবুল হোসেন সাহেবের বাড়ি পর্যন্ত পাকাকরণ, পিতলগঞ্জ জায়েদুল হক ভুঁইয়া সাহেবের বাড়ির পাশ থেকে শুরু মোঃ মজিবুর রহমান সাহেবের বাড়ি হয়ে খেয়াঘাট পর্যন্ত পাকাকরণ,সফিরউদ্দিন সাহেবের বাড়ির কাছ থেকে আলম হোসেন ভুঁইয়া সাহেবের বাড়ি পর্যন্ত পাকাকরণ, ভুঁইয়া বাড়ির সুরুজ মাষ্টার সাহেবের বাড়ির কাছ থেকে আওয়ামীলীগ নেতা ক্লিনম্যান হিসেবে রাজনীতিতে পরিচিত ওবায়দুল মজিদ জুয়েল মাষ্টার সাহেবের বাড়ি পর্যন্ত পাকাকরণ ও আব্দুস ছালাম সাহেবের বাড়ির সড়ক পাকাকরণ এবং ওয়ালিউল্লাহ সাহেবের বাড়ির মোড় থেকে আবুল হোসেন সাহেবের বাড়ি পর্যন্ত সড়ক পাকাকরণ করা হয়েছে। ব্যবসায়ী আবুল হোসেন সাহেবের বাড়ির কাছ থেকে আব্দুল কাইযুম সাহেবের বাড়ি পর্যন্ত সড়কের অর্ধেক ইটের সলিং ও তানভীর সাহেবের বাড়ির কাছ থেকে সাংবাদিক মাহাবুব আলম সাহেবের বাড়ি পর্যন্ত সড়কের ইটের সলিং করা হয়েছে। এ সকল সড়কে প্রতিনিয়ত সাধারণ মানুষ চলাচল করে বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের প্রশংসা করছে।
এলাকাবাসী জানায়, হাজী মোঃ ওসমান গনী ভুঁইয়া খোকন ব্যবসায়ীকভাবে প্রতিষ্ঠিত। সেই কারনে সরকারি কোন কাজ কিংবা কোন প্রকল্পের অর্থের চাহিদা তার থাকবে না। নিজেই অর্থিকভাবে প্রতিষ্ঠিত। গ্রাম্য সালিশে তার ভূমিকা অত্যান্ত বলিষ্ঠ। সুষ্ঠু ও ন্যায়সালিশিতে তার বেশ সুনাম রয়েছে। এছাড়া মাদকের গ্রাসে যুবসমাজ তথা স্কুল কলেজের শিক্ষার্থীরা ধংসের দিকে এগিয়ে যাবে এটাইতো স্বাভাবিক। আশা করি হাজী মোঃ ওসমান গনী ভুঁইয়া খোকন নির্বাচিত হয়ে এই এলাকাকে শতভাগ মাদক মুক্ত করতে সার্বিক সহযোগিতা করবেন বলে ভোটাররা মনে করছেন।
পিতলগঞ্জ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদের ছেলে হাজী মোঃ ওসমান গনী ভুঁইয়া খোকন রাজনীতির শুরু থেকেই ছাত্রলীগ ও বর্তমানে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি রাজনৈতিক সকল কার্যক্রম যথার্থভাবে পালন করে আসছেন।
এছাড়া ঈদগার বাউন্ডারী, কবরস্থানে মাটি ভরাট, সৌরবিদুতেৎ জন্য সোল্যার প্ল্যান্ট স্থাপন ও সর্বসাধারণের পানি সরবরাহের জন্য এলাকায় ১২টি সাবমারসিবল স্থাপন করা হয়েছে। মসজিদ, মাদরাসা, এতিমখানার উন্নয়ন ও বয়স্ক ভাতা, বিধভা ভাতা, ন্যায্য মূল্যের কার্ড বিতরণ সহ সকল কার্যক্রম ৫নং ওয়ার্ডের যথারীতি যথানিয়মে বাস্তবায়ন করা হয়েছে। এ সকল কার্যক্রমে মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার ও ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানু সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় ৫নং ওয়ার্ডের উন্নয়ন কাজ এগিয়ে চলছে।
রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অনেকেই বলেন, মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক মহোদয়ের অত্যান্ত স্নেহভাজন হাজী মোঃ ওসমান গনী ভুঁইয়া খোকন পুনরায় ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হলে অবশ্যই এলাকার সার্বিক উন্নয়ন হবে। তাই হাজী মোঃ ওসমান গনী ভুঁইয়া খোকন দোয়া ও ভোট দেওয়ার জন্য ৫নং ওয়ার্ডের সকলকে এগিয়ে আসা উচিত। আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে রূপগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হাজী মোঃ ওসমান গনী ভুঁইয়া খোকন সকলের দোয়া ও ভোট চেয়েছেন।