নিজস্ব প্রতিবেদকঃ আজ নারায়নগঞ্জের রূপগঞ্জ মুক্তি দিবস উপলক্ষে আনন্দ র্যালী বের করা হয়েছে। র্যালীটি রূপগঞ্জ উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন সড়ক প্রদক্ষিণ করে।র্যালীটির নেতৃত্ব দেন রূপগঞ্জের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা নারায়নগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
এ সময় গোলাম দস্তগীর গাজী বলেন,বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে আমি ঢাকা সহ রূপগঞ্জের বিভিন্ন জায়গায় হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছি। ষড়যন্ত্র কারীরা এখনো বাংলার মাটিতে আছে তাদের জননেএী শেখ হাসিনার নেতৃত্বে দমন করা হবে।
উল্লেখ্য যে ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর রূপগঞ্জ হানাদার মুক্ত হয়। সেই থেকে আজ অবদি ১৩ ডিসেম্বর রুপগন্জ মুক্ত দিবস পালন করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে অংশ গ্রহন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা,সহ-সভাপতি শেখ সাইফুল , ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, ওসি ইসমাইল হোসেন, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ, মুক্তিযোদ্ধা আল-আমিন দুলাল, তাবিবুল কাদির তমাল, শাহরিয়ার পান্না সোহেল, রুপগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সভাপতি ফেরদৌসি, সাধারণ সম্পাদক রিতা, জাহিদুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, প্রমুখ।