আজ সোমবার, ১০ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ প্রেসক্লা‌বের সদস্য মুহাম্মদ ম‌মি‌ন মোল্লার লাশ দাফন সম্পন্ন 

জানাজা

 জানাজা
সংবাদচর্চ ডটকম:  রূপগঞ্জ প্রেসক্লা‌বের সদস্য  মুহাম্মদ ম‌মি‌ন মোল্লার নামা‌জে জানাজা ও দাফন সম্পন্ন হ‌য়ে‌ছে। র‌বিবার বাদ অাছর উপ‌জেলার হাটা‌বো জা‌মে মস‌জিদ মা‌ঠে জানাজার নামা‌জ শে‌ষে স্থানীয় সামা‌জিক গোরস্থা‌নে তার লাশ দাফন করা হয়।
জানাজায় কাঞ্চন পৌরসভার ৯নং ওয়ার্ড কাউ‌ন্সিলর মোহাম্মদ অাব্দুল কাইয়ুম, রূপগঞ্জ প্রেসক্লা‌বের সহসভাপ‌তি মকবুল হো‌সেন, রূপগঞ্জ প্রেসক্লা‌বের সাধারন সম্পাদক হাজী খ‌লিল সিকদারসহ স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তিরা উপ‌স্থিত ছি‌লেন।
সাংবাদিক মুহাম্মদ ম‌মি‌ন মোল্লার অকাল মৃত্যু‌তে নারায়ণগঞ্জ-১ অাস‌নের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক গভীর শোক প্রকাশ করে‌ শোক সন্তপ্ত প‌রিবা‌রের প্র‌তি সম‌বেদনা জা‌নি‌য়ে‌ছেন।

স্পন্সরেড আর্টিকেলঃ