নিজস্ব প্রতিবেদক:- হিন্দু ধর্মের মহোৎসব রূপগঞ্জের পূজা মন্ডব পরিদর্শনসহ হিন্দু ধর্মাম্মলীদের সহযোগীতা, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিসহ ভূমি দস্যুদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য রূপগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের সমন্বয় সভা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব শামছুর রহমান বেনুর সভাপতিত্বে চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডঃ তৈমূর আলম খন্দকারের ঢাকাস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় এ্যাডঃ তৈমূর আলম খন্দকার বলেন যে, দেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজাইয়া রাখার জন্য হিন্দু ধর্মাবলী যারা রূপগঞ্জের বিভিন্ন পূজা মন্ডব স্থাপন করবেন তাদের নিজ নিজ ক্ষেত্র থেকে সহযোগীতা করতে হবে। তিনি আরো বলেন যে, রোহিঙ্গারা মুসলমান বিধায় উগ্রবৌদ্ধরা মিয়ানমারে গণহত্যা শুরু করেছে। গণহত্যার শিকার রোহিঙ্গাদের সর্বাত্বক সাহায্য সহযোগীতা করার জন্য দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশ মোতাবেক অক্টোবরের প্রথম সপ্তাহে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী নিয়ে ১০০ জনের একটি টীম বান্দরবন ও কক্সবাজার এলাকায় যাওয়ার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।
এ্যাডঃ তৈমূর আলম খন্দকার আরও বলেন যে, দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশ বাস্তবায়নের জন্য আমাদের সকল শক্তি নিয়ে অসহায় রোহিঙ্গাদের পাশে থাকতে হবে এবং এ কারণে সংগ্রহিত সকল ত্রাণ সামগ্রী যাত্রামুড়া এলাকায় মুন্সী শামছুল রহমান বেনু খাঁনের নেতৃত্বে ত্রাণ ভান্ডারে জমা দিতে হবে।তৈমূর আলম বলেন যে, দেশনেত্রীর নির্দেশ মোতাবেক রোহিঙ্গাদের সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তাদের প্রতি আমাদের সহযোগীতার হাত অব্যাহত রাখতে হবে। তিনি আরোও বলেন যে, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য তারাবো পৌর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি করে রেখেছে যা নিরসন করার জন্য পদক্ষেপ নিতে হবে।
এ জন্য তিনি পৌর মেয়রকে দায়ী করে অবিলম্বে রূপসী ও পার্শ্ববর্তী এলাকায় জলাবদ্ধতা দূর করার অনুরোধ জানান, অন্যথায় ব্যাপক গণআন্দোলন গড়ে তোলার পাশাপাশি ভূমি দস্যুদের রূপগঞ্জ থেকে বিতারিত করার জন্য ঐক্যবদ্ধ থাকার জন্য এ্যাডঃ তৈমূর আলম খন্দকার রূপগঞ্জ বাসীর প্রতি আহবান জানান। উপস্থিত সকল নেতৃবৃন্দ ভূমি দস্যুদের কবল থেকে রূপগঞ্জকে রক্ষার জন্য জনমত গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডা:শাহীন (সাংগঠনিক সম্পাদক, নারায়নগঞ্জ জেলা কৃষক দল), আঃ হালিম ( যুগ্ম আহবায়ক, নারায়নগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল ), মোহাম্মদ আলী মেম্বার (সভাপতি, রূপগঞ্জ থানা কৃষক দল), মোঃ ইদ্রিস আলী ( সভাপতি, রূপগঞ্জ থানা শ্রমিক দল ), মোঃ আমির হোসেন (কার্যকরী সভাপতি, রূপগঞ্জ থানা শ্রমিক দল ), তরিকুল ইসলাম বিপুল ( যুবদল নেতা, কাঞ্চন পৌরসভা ), মোঃ আজাদ (স্বেচ্ছাসেবক নেতা রূপগঞ্জ থানা ), আঃ হাই তালুকদার ( ওলামা দল নেতা ), মোঃ রুবেল ( শ্রমিক নেতা ), মোঃ বাদল ( যুবদলের নেতা ), মোঃ ফজলু (শ্রমিক নেতা ), জয়নাল আবেদিন (কৃষক দল নেতা), ছাদেকুল ইসলাম ( ওলেমা দল নেতা ), মোঃ মামুন (ছাত্র দল নেতা), মোঃ বাপ্পি ( ছাত্র দল নেতা ), মোঃ শাহ আলম ( স্বেচ্ছাসেবক দল নেতা ), মোঃ দিপু ( শ্রমিক নেতা ) প্রমূখ নেতৃবৃন্দ।