আজ রবিবার, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ থানার পর এবার ফতুল্লায় রিমান্ডে কাউন্সিলর ইকবাল

রূপগঞ্জ থানার

রূপগঞ্জ থানার রূপগঞ্জ থানার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
রূপগঞ্জ থানার পর এবার ফতুল্লা মডেল থানার নাশকতার মামলায় গ্রেফতার দেখানো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মোহাম্মদ ইকবাল হোসেনকে পুলিশী জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানী শেষে তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কাউন্সিলর ইকবাল হোসেনের আইনজীবী মো: হাবিবুর রহমান মাসুম জানান, ‘ফতুল্লা মডেল থানার নাশকতার মামলায় কাউন্সিলর ইকবাল হোসেনকে গ্রেফতার দেখিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালত শুনানী শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এরআগে একটি চাঁদাবাজি মামলায় আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর হওয়ায় কারাগারে যাওয়ার কারনে রূপগঞ্জ থানায় দায়েরকৃত নাশকতার মামলায় কাউন্সিলর ইকবাল হোসেনকে গ্রেফতার দেখায় পুলিশ। উক্ত মামলা গুলোতে আদালত তাকে জামিন দিলেও ফের ফতুল্লা থানা পুলিশ তাকে আরেকটি নাশকতার মামলায় গ্রেফতার দেখায়।

স্পন্সরেড আর্টিকেলঃ