নিজস্ব প্রতিবেদক: বেকারত্ব দূর করার লক্ষে উদ্যোক্তা তৈরির আহবানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গ্র্যাজুয়েট অ্যাসোশিয়েসনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভুলতাস্থ ঘরোয়া কমিউনিটি সেন্টারে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম।
সংগঠনের সভাপতি ফার্মাসিস্ট ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আশারাফি গ্রুপের এমডি আলহাজ রফিকুল ইসলাম, অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল, জিটি গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক জুলফিকার আলী, পরিচালক আলম মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আরিফ হাসান আরব, দৈনিক কালের কন্ঠের সাংবাদিক এসএম শাহাদাত, সংগঠনের সহ সভাপতি সাংবাদিক মাহবুব আলম প্রিয়,সাধারন সম্পাদক আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক সুমন চৌধূরী, গ্লোবাল টিভির সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু উন্নয়ন সংস্থা সভাপতি সোহেল রানাসহ সংগঠনের সদস্যরা।
এ সময় প্রধান অতিথি কলামিস্ট লায়ন মীর আবদুল আলীম তাঁর বক্তব্যে বলেন,দেশের বেকার সমস্যা ক্রমেই প্রকট হচ্ছে । তাই শিক্ষিত যুবকদের চাকুরীর পেঁছনে না ছুটে ক্ষূদ্র পরিসরে ব্যবসা কিংবা সমবায় ভিত্তিতে কাজ শুরু করা উচিত। রূপগঞ্জ গ্র্যাজুয়েট এসোশিয়েসন এমন স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছে এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। এ সময় সংগঠনের সভাপতি ফার্মাসিস্ট ইউসুফ চৌধুরী তার বক্তব্যে বলেন, গতানুগতিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার বিকল্প নাই। তাই যুবক শ্রেণিকে সংগঠনের মাধ্যমে দক্ষ করা,সমবায় ভিত্তিতে কিংবা ব্যক্তি উদ্যোগে উদ্যোক্তা তৈরী করতে আমাদের প্রচেষ্টা চলছে৷