সংবাদচর্চা রিপোর্ট:
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদি ক্রয়ের জন্য এক লক্ষ টাকা অনুদান দিয়েছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আনছার আলী। রবিবার সকালে অনুদানের এই টাকা রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাঈদ আল মামুনের হাতে তুলে দেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আনছার আলীর ছোট ভাই আফজাল হোসেন হুমায়ুন।
এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাত জাহান জিসান, রূপগঞ্জ ইউনিয়ন মহিলালীগের সাধারন সম্পাদক লাকি আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন যুব মহিলালীগের সাধারন সম্পাদক আন্নি আক্তারসহ অনেকে।