আজ রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ উপজেলা উন্নয়নের রোল মডেল: মন্ত্রী গাজী

নবকুমার:

রূপগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়। রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলাসহ অনেকে ।

সভায় গোলাম দস্তগীর গাজী বলেন, রূপগঞ্জ উপজেলা উন্নয়নের রোল মডেল। সারা দেশে অন্য যেকোনো উপজেলার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে রূপগঞ্জে । ঢাকা-সিলেট মহাসড়ক চারলেন হচ্ছে। যার সুফল ভোগ করবে রূপগঞ্জবাসী। রূপগঞ্জে যা যা দরকার তা বঙ্গন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার দিয়েছে।

আরো পড়ুনঃশুক্রবার তারাবোতে আসছেন আজহারী

তিনি বলেন, আমাদের  প্রত্যেকটি প্রকল্প সততার সাথে বাস্তবায়ন করতে হবে। জনগণ কি চায় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। কায়েতপাড়া সেতুর জন্য সকল দপ্তরের জটিলতা সমাধান করা হচ্ছে। আরো পড়ুনঃ রূপগঞ্জে লাথি মেরে গর্ভের সন্তান হত্যা

এছাড়া সভায় বিভিন্ন কাজের অগ্রগতি নিয়েও  আলোচনা হয়। সভায় সংশ্লিষ্ট সবাই তাদের মতামত তুলে ধরেন।